দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এখনও রাজ্য থেকে করোনা নির্মূল হয়নি । রয়েছে তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি ! এরই মাঝে সাজ সাজ রব পড়েছে হাইভোল্টেজ ২১ জুলাই ঘিরে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দিদির ভার্চুয়ালি বক্তব্য শুনতে এলেই উপহার হিসাবে দেওয়া হবে ঈদের শিমাই- লাচ্চা ! আর এই ঘটনা ঘিরেই উঠতে শুরু করেছে প্রশ্ন । অতিমারি করোনার মধ্যে শাসক দলের এই উদ্যোগ কি আদৌ উচিৎ হচ্ছে !
২১ শে জুলাইকে উপলক্ষ্য করে আজ দেশ জুড়ে বেশ সাজ সাজ রব উঠেছে । আর কিছুক্ষন পরেই শুরু হতে চলেছে দিদির বক্তব্য। এদিকে তাৎপর্যপূর্ণভাবে আজ ঈদ । এবার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা সাবির শেখ উদ্যোগ নিয়েছেন, দিদির বক্তব্য শোনা এবং ঈদ পালন যাতে এক সাথে করা যায় । এই কারনে ঘোষণা করা হয়েছে, ২১ শে জুলাইয়ের ভার্চুয়াল সভায় এলেই মিলবে ঈদের সিমাই, লাচ্চা ইত্যাদি ।
২১ শে জুলাই শহীদ দিবস পালন করতে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে তৃনমূলের নেতা কর্মীরা বিভিন্ন ব্যবস্থা রাখছেন । কিন্তু খালি পেটে কি আর বক্তব্য ভালো লাগে ! এই কারনেই দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা সাবির শেখের উদ্যোগে কুলবেড়িয়াতে তৈরি করা হয়েছে বিরাট প্যান্ডেল। সেখানে লাগানো হয়েছে জায়েন্ট স্কিন। রয়েছে খাবারের ব্যবস্থা । এই প্রসঙ্গে উদ্যোক্তা সাবির শেখ বলেন, ‘ঈদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা একসঙ্গে পড়েছে। এলাকার সাধারণ মানুষের কাছে দিদির বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে এসে দিদির বক্তব্য শুনবেন তাঁদের প্রত্যেকের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরের খাওয়ার সঙ্গে থাকছে শিমা– লাকচাও।’
স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিললেও অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে । করোনা আবহের কারনে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বক্তব্য রাখবেন, এটা খুব ভাল কথা । কিন্তু যেভাবে শাসক দলের নেতা কর্মীরা একের পর এক অভিনব উদ্যোগ নিয়েছেন, তাতে করোনা বিধি কি লঙ্ঘন হবে না ? না কি শাসক দলের আয়োজনে করোনা নিয়ম ব্রাত্য থেকে যায় ?
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…