প্রশান্ত কিশোরকে মোদী কাজে লাগাতে পারলে আমরা কেন পারব না-অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রশান্ত কিশোরকে মোদী কাজে লাগাতে পারলে আমরা কেন পারব না-অভিষেক বন্দ্যোপাধ্যায়

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাজে লাগিয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে । কিন্তু যেভাবে রাজ্যে গেরুয়া ঝড় উঠেছে, তাতে পিকের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে খোদ তৃনমূলেরই অন্দরে ! রাজ্যে মমতা একাই যেখানে একশ! সেখানে প্রশান্ত কিশোরকে কি আদৌ দরকার ছিল ? এবার প্রশান্ত কিশোরকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে স্পষ্ট জানিয়ে দিলেন, প্রশান্ত কিশোরকে আগেই কাজে লাগিয়েছিল নরেন্দ্র মোদী । ২০১৪ সালের নির্বাচনে নরেন্দ্র মোদী বিজেপির জন্য পিকের বুদ্ধি ধার করেছিলেন । বিজেপি যেখানে কাজে লাগাতে পারে, সেখানে তৃণমূল লাগালে দোষ কোথায় ? পাশাপাশি তিনি আরও জানালেন, প্রশান্ত কিশোরের সাথে তার সম্পর্ক কেমন ছিল, এবারের বিধানসভা নির্বাচনে তার ভুমিকা কেমন ছিল সে বিষয়ে ।

২০১৯ সালে রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি আশারিক্ত ফল লাভ করে । সেখান থেকেই সতর্ক হয়ে যায় তৃণমূল ! এমনটাই মনে করেন রাজনৈতিক মহল । তবে অনেকের মনেই যে প্রশ্নটা সবার আগে উকি মারছে, সেটি হল, বাংলায় এত কাজ করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশান্ত কিশোরের কূটবুদ্ধি ধার করার প্রয়োজন ছিল ? তবে এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক জানিয়েছেন, প্রশান্ত কিশোরকে কাজে লাগালেও দলের অভ্যন্তরীণ বিষয়ে তিনি ছিলেন না । অনেকেই বলাবলি করেছেন, প্রশান্ত কিশোর নাকি দলের বেশ কিছু সিদ্ধান্তে রদবদল করেছেন । এ বিষয়ে তিনি জানান, “এটা সর্বৈব মিথ্যে। যাঁরা বহু পদ নিয়ে বসেছিলেন, জেলায় জেলায় ছড়ি ঘোরাচ্ছিলেন, তাদের মৌরসিপাট্টা শেষ করা হয়েছে বলে এইটা তাঁরা বলছে।”

অভিষেকের নিজের সাথে প্রশান্ত কিশোরের সম্পর্ক কেমন ছিল ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পিকের সাথে তার রসায়ন বেশ ভাল ছিল । তবে বিধানসভা নির্বাচনের আগে দলের পক্ষে যারা সম্ভবনাময় ছিল তাদের কাজ করার সুযোগ করে দেওয়া অনেকের চক্ষুশুল হয়েছে । এছাড়া, এই সিদ্ধান্ত প্রশান্ত কিশোরের ছিল না । দলে সাতজনের কমিটি থাকে। সৌগত রায়, ফিরহাদ হাকিম, ডেরেক ওব্রায়েন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে সকলের মতামতের ভিত্তিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয় । পিকের ভুমিকা সেখানে নেই ।

পিকের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, তাকে বরিষ্ঠ নেতাদের মাথার ওপর কখনই বসানো হয়নি । দলের ছোটবড় নেতাদের কাজ দেওয়া হয় দল থেকেই, প্রশান্ত কিশোর দেন না। কে দলে কী কাজ করছে সেটা দল দেখে। এরপর অডিও টেপ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি অনেক কারিকুরি করেছে এর উপর । মুলত অনেকগুলি বক্তব্য থেকে কিছু কিছু কেটে তারপর অডিও টেপ বানানো হয়েছে ।