দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের তৃণমূলে মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। বিশেষ করে বিধানসভায় শপথ নেবার পর বিমান বাবুর সাথে দীর্ঘক্ষন আলোচনা এবং পরে বিজেপির প্রথম দলীয় বৈঠকে অনুপস্থিত থাকা সেই জল্পনায় আরও ইন্দন জুগিয়েছিল । এবার রাজ্য বিজেপির চাণক্য নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন । জানিয়ে দিলেন, দলের একজন বিশস্ত সৈনিক হিসাবেই তিনি কাজ করবেন ।
বিধায়ক হিসাবে মুকুল রায়কে একটু বেমানান লাগলেও রাজনৈতিক মহলের ধারনা তিনি সেই চাপ সামলে নিয়েছেন । গত কয়েকদিন ধরে তাকে,এবং শুভেন্দু অধিকারী কিম্বা রাজীবকে নিয়ে ফের দলবদলের একটা গুঞ্জন শুরু হয়েছিল । এবার মুকুল রায় নিজেই টুইট করে নিজের অবস্থান জানিয়ে দিলেন । সোশ্যাল মিডিয়ায় জানালেন, বিজেপির সৈনিক হয়েই পশ্চিমবঙ্গে ‘গণতন্ত্র’ ফেরানোর কাজ করবেন। সমস্ত জল্পনা থামাতে চাইছি। নিজের রাজনৈতিক পথে আমি দৃঢ়প্রতিজ্ঞ।
২০১৯ শের লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া শিবিরের অভাবনীয় ফলের জন্য মুকুল রায়ের অবদান ছিল সবচেয়ে বেশী । এর পরেই রাজ্য বিজেপিতে তার গুরুত্ব অনেকখানি বেড়ে যায় । তবে দলের উচ্চ পর্যায়ের রাজ্য নেতৃত্বের সাথে তার একটা চোরা দূরত্ব তৈরি হয়েছিল, এমনটা বেশ কিছু রাজনৈতিক নিন্দুকের ধারনা । বিশেষ করে রাজ্যসভাপতি দিলীপ ঘোষের সাথে তার একটা ফাটল দেখা গিয়েছিল । এই অবস্থায় বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পরাজয়ের পর, তিনি কোন অবস্থানে থাকবেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলবদলুরা দলে ফিরে আসতে চাইলে ‘স্বাগত’ জানাবেন বলে একটা সিগন্যাল দিয়ে রেখেছিলেন । ফলে অনেকেই ‘দুইয়ে দুইয়ে চার’ এই অংক মেলাতে চাইছিলেন।
এদিকে ৭৭টি আসনে জয়লাভ করার পর বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল । কিন্তু সমস্যা হল, একদিকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে জয়ী মুকুলরায় এবং অন্যদিকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে পরাজিত করা শুভেন্দু অধিকারী, কে হবেন বিরোধী দলনেতা ? ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে এই বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে । তবে বিজেপির সৈনিক হিসেবেই কাজ করে চলবেন জানিয়ে নিজের জায়গা পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপির রাজ্য চাণক্ঙ্ক
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…