১০০ কোটি টাকার মামলা করব, তারপর দেখব কত ধানে কত চাল ! কৈলাস বিজয়বর্গীয়কে হুমকি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক
১০০ কোটি টাকার মামলা করব, তারপর দেখব কত ধানে কত চাল ! কৈলাস বিজয়বর্গীয়কে হুমকি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রচারে এসে বিজেপই নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘চাল চোর’ বলে উল্লেখ করেন । এরপর রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নিজে তার বিরুদ্ধে রেশন ব্যবস্থায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ।এরপর সেই সব বিতর্কিত অভিযোগ নিয়ে হুশিয়ারি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক । সাফ জানিয়ে দিলেন, ছেড়ে কথা বলবেন না তিনি । মঙ্গলবারই কৈলাসের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি ।

‘চাল চোর’এর অপবাদ কিম্বা রেশনের দুর্নীতির অভিযোগ নিয়ে এবার আদালতে যাবার হুশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আজ পরিষ্কার জানিয়ে দিলেন, অনেক সহ্য হয়েছে । আর না ! তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবারই তিনি কৈলাসের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করবেন। আর আগামী ২রা মে ভোটের ফল বের হবার পরেই বুঝিয়ে দেব, ‘কত ধানে কত চাল’ ।

সোমবার সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় মল্লিক । সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানান,  ‘‌মিথ্যে, যুক্তিহীন, প্ররোচনামূলক বক্তব্য রাখেন কৈলাস বিজয়বর্গীয়। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, কোর্টে গিয়ে ওই অভিযোগ প্রমাণ করুক। আমি নিজেই আদালতে যাব। এর জবাব ওঁকে দিতে হবে।’‌ এরপর কিছুটা উত্তেজিত হয়ে পড়েন খাদ্যমন্ত্রী । রীতিমত হুশিয়ারি দিয়েই তিনি বলেন, ‘‌আমি জ্যোতিপ্রিয় মল্লিক। আমি ওঁকে ছাড়ব না। কোর্টে টেনে নিয়ে যাব। ২ মে-র পর বুঝিয়ে দেব, কত ধানে কত চাল হয়।’‌ এরপরেই ঘোষণা করেন, ১০০ কোটি টাকার মানহানির মামলা করার কথা ।

এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোর্টে গেলে জ্যোতিপ্রিয় মল্লিকই ফেঁসে যাবেন । কারন গত পাঁচ বছরে তিনি কত টাকার দুর্নীতি করেছেন সব প্রমাণ হাতে আছে । উল্লেখ্য, রবিবার সাংবাদিকদের সামনে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বছরে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছে গেরুয়া শিবির । এছাড়া, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি । সব মিলিয়ে অন্তিম পর্যায়ে ভোটের বাজার ফের গরম হয়ে উঠেছে ।