দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ‘মানবতার মৃত্যু’ হ্যাশট্যাগ দিয়ে রাজধানী দিল্লীর এক মহিলা একটি টুইট পোস্ট করেছেন । সেখানে তিনি জানিয়েছেন, অত্যন্ত দরকারে একটি অক্সিজেন সিলিন্ডারের বিনিময়ে শয্যাসঙ্গী হবার প্রস্তাব দিয়েছেন একজন ব্যাক্তি। এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন, তুলেছেন, এই প্রস্তাবের জন্য উক্ত ব্যাক্তিকে কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে?
গোটা দেশে করোনা পরিস্থিতি কোনভাবেই বাগে আনা সম্ভব হচ্ছে না । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে প্রাণদায়ী অক্সিজেনের বিপুল চাহিদা তৈরি হয়েছে । এই অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী অক্সিজেন সিলিন্ডার কিম্বা প্রাণ দায়ী ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে শুরু করেছে কালোবাজারি । কিন্তু এবার যেন সেসব ছাপিয়ে গেল ! এবার অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্যের প্রতিশ্রুতির বিনিময়ে দেওয়া হল অত্যন্ত অসম্মানজনক কু প্রস্তাব ।
My friend’s sister like my baby sister was asked by a neighbour in an elite colony to sleep with him for an oxygen cylinder that she desperately needed for her father;
What action can be taken because the b* will obviously deny, no?#HumanityIsDead
— Bhavreen Kandhari (@BhavreenMK) May 11, 2021
সম্প্রতি, দিল্লির এক মহিলা, একটি টুইট পোস্ট করেছেন । সেখানে তিনি দাবী করেছেন, তাঁর এক বন্ধুর বোনকে অক্সিজেন সিলিন্ডারের বিনিময়ে তাঁর শয্যাসঙ্গী হবার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা থাকেন দিল্লির এক অভিজাত কলোনিতে। অভিযোগকারিনীর বন্ধুর বাবা করোনা আক্রান্ত হয়েছিলেন। আরও অনেকের মতোই তাঁরও অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। সেই কারণেই ওই মহিলার বন্ধুর বোন, বাবাকে বাঁচাতে পাগলের মত একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজছিলেন। সেইসময়ই ওই অভিজাত কলোনির এক প্রতিবেশী, তাঁকে এই কুপ্রস্তাব দেয় । এরপরেই টুইটে ওই মহিলা হ্যাশট্যাগ দিয়েছেন, ‘হিউম্যানিটি ইজ ডেড’, ।
সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট ঘিরে নেটিজনদের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হয়েছে । একের পর এক রি টুইট করে তাদের ক্ষোভ উগরে দিয়েছেন । অনেকেই পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন । আবার কেউ কেউ অভিযুক্ত ব্যাক্তির নাম প্রকাশ্যে আনতে বলেছেন । তবে এই সব মন্তব্যের উত্তরে অভিযোগকারিণী, একটাই কথা বলেছেন, ” এই ব্যক্তির আর কী শাস্তি হবে, প্রশ্নের মুখে পড়লে তো সে এই বিষয়টি অস্বীকার করবে।”
করোনায় একের পর এক প্রিয়জনকে যন্ত্রণায় ছটফট করে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা যাচ্ছে । শুধু রাজধানী দিল্লীর ঘটনা নয় । করোনার মধ্যেও মানবতার কতখানি পতন ঘটেছে, তা গত ১৪ এপ্রিল, মুম্বইয়ের আন্ধেরিতে, এক কোভিড-১৯ আক্রান্ত রোগী শ্লীলতাহানির অভিযোগ কিম্বা গত এপ্রিলের শুরুতে মধ্যপ্রদেশের ভোপালে এক সরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডের মধ্যেই ধর্ষণের শিকার থেকে প্রকাশ পাচ্ছে । এমন অনেক ঘটনা হয়ত প্রকাশ্যে আসছে না, কিন্তু করোনা আমাদের অনেকের মধ্যকার মানবতার মৃত্যু ঘটিয়েছে, এটা প্রমাণিত ।