(ইঁদুর তাড়ানোর উপায়) বিষ প্রয়োগ ছাড়াই ঘর ইঁদুর মুক্ত করবেন কিভাবে ?
(ইঁদুর তাড়ানোর উপায়) বিষ প্রয়োগ ছাড়াই ঘর ইঁদুর মুক্ত করবেন কিভাবে?

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ইঁদুর তাড়ানোর উপায় । বিষ প্রয়োগ না করে ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর তাড়ানো যায়। যাদের বাড়িতে ইঁদুর আছে কেবল তারাই বুঝতে পারবেন কি দুর্ভোগ পোহাতে হয় । রাতে লাইট অফ করে ঘুমাতে যান। ঘরময় দৌরাত্ম্য শুরু হয়ে যাবে । দামী বই-খাতা থেকে শুরু করে, জামা কাপড় কুচি কুচি করে কেটে ফেলবে অজান্তেই । অনেকে বাড়িতে বেড়াল পোষেন । কিন্তু তাতেও ইদুরের অত্যাচার থামে না । এদিকে বিষ প্রয়োগ কিম্বা আঠার ফাঁদ দিয়েও কমানো যাচ্ছে না সংখ্যা । কিন্তু বিষ প্রয়োগ না করেও সহজেই বাড়ি থেকে ইঁদুর তাড়াতে পারবেন।

ইদুরের বিষ বাজারে পাওয়া যায় । কিন্তু সমস্যা হল, বিষ খেয়ে ঘরের কোন কোনায় ইঁদুর মরে পড়ে থাকবে কেউ জানে না । পচে দুর্গন্ধ না বের হলে খুঁজে পাওয়া যাবে না । এছাড়া  ঘরে ছোট শি’শু সদ’স্য থাকলে বিপদের আশঙ্কা থেকেই যায় । তাই অনেকেই ইঁদুর মারার বিষ ব্যবহার করতে ভয় পান । তবে চিন্তা নেই । ঘর থেকে ইঁদুর তাড়ানোর জন্য রয়েছে বেশ কিছু সহজ কৌশল । এতে যেমন বিপদের ঝুঁকি থাকবে না, অন্যদিকে ইঁদুরও বাড়ি ছেড়ে পালাবে । আসুন দেখে নেওয়া যাক সেই কৌশলগুলি- (ইঁদুর তাড়ানোর উপায়) 

আরও পড়ুনঃ এবার শুধু জল দিয়েই চলবে গাড়ি ! যোধপুর আইআইটির অভিনব জ্বালানী আবিস্কার

ইঁদুর তাড়ানোর জন্য গোলমরিচের ব্যবহার

১) গোলমরিচঃ সবার ঘরেই থাকে গোলমরিচ- গোটা কিম্বা গুঁড়ো । জেনে অবাক হবেন, গোলমরিচের যে তীক্ষ্ণ গন্ধ রয়েছে, তাতে ইঁদুর ছাড়াও আরশোলা, পিঁপড়ে, টিকটিকিসহ অন্যান্য পোকামাকড় দূরে পালায় । ফলে ইঁদুর তাড়াতে হলে গোলমরিচের গুঁড়ো জাদুর মত কাজ করবে । প্রথমে গোলমরিচ গুঁড়ো করে নিয়ে কয়েকটি পাতলা কাপড়ে মুড়ে ঘরের বিভিন্ন কোনায় রেখে দিন । প্রথম দিকে ঘরের কোনায় কোনায় কিছুটা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন । দেখবেন, বাড়ির আশে পাশেও ইঁদুর নেই।

ইঁদুর তাড়ানোর জন্য পেঁয়াজ

২)  পেঁয়াজের রসঃ পেঁয়াজ দিয়ে ঘরের ইঁদুর তাড়ানো যায়, এটা শুনেছেন কখনো ! হ্যা, ইঁদুর সব্জির মধ্যে আলু খেলেও পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করে না । ইদুরের উৎপাত থেকে বাচার জন্য পেঁয়াজের সাহায্য নিতে পারেন । প্রথমে পেঁয়াজ থেঁতো করে রস বের করে নিন । এই রসের সাথে কিছুটা জল মিশিয়ে নিয়ে ঘরের মেঝে মুছে ফেলুন । এছাড়া পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও ব্যবহার করতে পারেন । দেখবেন, ঘরে থাকা ইঁদুর পালিয়েছে ।(ইঁদুর তাড়ানোর উপায়)

ইঁদুর তাড়াতে লবঙ্গের জুড়ি নেই

৩) লবঙ্গঃ রান্নায় সুগন্ধি মশলা কিম্বা চায়ের চুমুকে লবঙ্গের স্বাদ অনেকেই নিয়ে থাকেন ।  কিন্তু এই লবঙ্গের গন্ধ ইদুর সহ্য করতে পারে না । ইঁদুর তাড়াতে পেঁয়াজ বা গোলমরিচ ব্যবহার করতে না চাইলে, কিছুটা লবঙ্গ থেঁতো করে পাতলা কাপড়ে পেচিয়ে নিয়ে ইঁদুর চলাচলের রাস্তায় রেখে দিন । এছাড়া লবঙ্গ তেলও ব্যবহার করা যেতে পারে । সেক্ষেত্রে কিছুটা তুলো নিয়ে লবঙ্গ তেলে ভিজিয়ে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিলেই কাজ হবে ।