দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা পরিস্থিতি গোটা ২০২০ সাল এলোমেলো করে দিয়েছে ত বটেই, ২০২১ সালেও গুছিয়ে ওঠা সম্ভব হবে না । এখনও স্কুলের বাচ্চারা বাড়িতেই বসে পড়াশুনা করছে । অনলাইন ক্লাসই তাদের একমাত্র ভরসা । করোনার কারনে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী অনেকটাই পিছিয়ে গেল । শিক্ষা মন্ত্রী আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের সময়সূচী প্রকাশ করেছেন ।
রাজ্যের উচ্চ শিক্ষা পর্ষদ জানিয়েছে চলতি বছর করোনা পরিস্থিতির কারনে এবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে । পরীক্ষা শুরু হবে জুন মাসের ১৫ তারিখ । পরীক্ষা চলবে ৩০ শে জুন পর্যন্ত । এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন মার্চ মাসে সিবিএসই বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না । সেই সময়ই অনুমান করা হয়েছিল এই বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সময়মত হবে না ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে আরও জানানো হয়েছে এই বছর উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা মার্চ মাসে নেওয়া হবে । সেই মোতাবেক স্কুলগুলিকে প্রাকটিক্যাল পরীক্ষা ১০ ই মার্চ থেকে ৩১ শে মার্চের মধ্যে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
পর্ষদ থেকে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে যে করোনা বিধি ঘোষণা করা হয়েছে সেগুলি মেনেই পরীক্ষার ব্যবস্থা নিতে হবে স্কুলগুলিকে । এদিকে মাধ্যমিক পরীক্ষাও নেওয়া হবে জুন মাসে । পর্ষদ থেকে উচ্চমাধ্যমিকের যে রুটিন প্রকাশিত হয়েছে সেটি দেওয়া হল ।