দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করার জন্য যে মামলা করা হয়েছিল, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে অপসারণ করার জন্য যে বৈঠক ডাকা হয়েছে, সেটি নিয়ম বহির্ভূত ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনঠাসা করার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে । জানা গেছে, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণ চেয়ে ব্যাঙ্কের পরিচালন বোর্ডের কয়েকজন বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু। এই বৈঠকের বৈধতার প্রশ্ন তুলে তিনি আদালতে জানান, আগেই একটি মামলা চলছে আদালতে । ফলে আদালতের নির্দেশ অমান্য করে কীভাবে ওই বৈঠক ডাকা হয়েছে।
আজ মঙ্গলবার সেই বৈঠক হবার কথা ছিল । সেখানে শুভেন্দু অধিকারীর বিপক্ষে অনাস্থা প্রস্তাব ডেকে তাকে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল । কিন্তু হাইকোর্টে বিরোধী দলনেতার আবেদনের ভিত্তিতে বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন, চেয়ারম্যানের অপসারণ চেয়ে বৈঠক ডাকার কিছু নিয়ম আছে। নির্দিষ্ট কারণ উল্লেখ করতে হয়। এছাড়া সেখানে দরকার হয় তথ্য প্রমাণ। কিন্তু এ ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। তাই, মঙ্গলবারের প্রস্তাবিত বৈঠক বাতিলের নির্দেশ দেন তিনি ।
এদিকে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীকে আরও বেশি চাপে ফেলার জন্য কিছু দিন আগে রাজ্য সরকার বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল। সেবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন নন্দীগ্রাম থেকে জয়ী বিজেপি বিধায়ক । হাইকোর্ট তখন রাজ্যসরকারের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে । আদালতের তরফ থেকে জানানো হয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে নিয়মিত অডিটের রিপোর্ট পাঠান হয়। সেই রিপোর্টে আর্থিক গরমিলের কোনও প্রমাণ মেলেনি। সুতরাং, বিশেষ অডিটের কোনও প্রয়োজন নেই।
এই ঘটনার পরেই ফের আজ মঙ্গলবার কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে হটানোর জন্য ব্যাঙ্কের পরিচালন বোর্ডের কয়েকজন বৈঠক ডাকেন । কিন্তু আদালতের নির্দেশে এই বৈঠকও বাতিল হয়েছে । এই নিয়ে পরপর দুইবার আদালতের রায় শুভেন্দু অধিকারীর পক্ষে গেল ।