দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফাল্গুন-চৈত্র নিয়ে বসন্ত । কিন্তু বসন্তের ফুরফুরে হাওয়া আর কোকিলের ডাক উধাও ! ভ্যাপসা গরমে সব কোথাও যেন হারিয়ে গেছে । দিনের শুরুতেই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে সবাইকে । এই অস্বস্তির মধ্যেই খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর । আগামী কাল থেকেই টানা তিন দিন ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ।
একদিকে চলছে করোনা সংক্রমণের আতঙ্ক, অন্যদিকে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রচার । কিন্তু এ সবের মাঝখানে সবচেয়ে বেশি অস্বস্তিকর ভ্যাপসা গরম । তিন দিন আগে একটু ঝড়ো হাওয়া কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছিল । কিন্তু গতকাল থেকে আবহাওয়া যে সেই । আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবার জানানো হল, আগামী ৮ মার্চ থেকেই শুরু হবে ঝড়ো হাওয়ায় পাশাপাশি বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন অর্থাত্ ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতেও ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে । আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল শনিবার থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে ।
এই মুহূর্তে বাতাসে স্বাভাবিকের তুলনায় আপেক্ষিক আর্দ্রতা বেশি । ফলে গরমের পাশাপাশি ঘাম হচ্ছে । গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এটিও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় অস্বস্তি থেকেছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…