দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবার চাকরীজীবীদের কপালে নামছে GST গেরো! এতদিন ব্যবসায়িকদের সামলাতে হচ্ছিল GST, এখন থেকে চাকরীজীবীদেরও মাথায় রাখতে হবে GST -র হিসাব ! কোন সংস্থায় চাকরী পেলে বা ছাড়লে রিকভারি টাকার উপর ১৮ শতাংশ হারে লাগু হতে পারে GST! ‘
সাধারন হিসাবে অনেকেই থাকেন যারা একটি সংস্থায় কাজ করতে করতে কোন প্রকার নোটিশ ছাড়াই চাকরী ছেড়ে দিয়ে অন্য সংস্থায় যোগদান করেন । বিনা নোটিশে কাজ ছেড়ে চলে যাওয়ায় সংশ্লিষ্ট সংস্থাকে বেশিরভাগ সময় ক্ষতির মুখে পড়তে হয় । এবার সেই সমস্যার সমাধানে বিনা নোটিশে চাকরী ছেড়ে অন্য কোথায় যোগ দিলে তাঁর উপরে GST লাগু করা হতে পারে ।
এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাক্তির রিকভারি অ্যামাউন্টের ১৮ শতাংশ জিএসটি কাটা হতে পারে তখনই, যখন যে কোম্পানি ওই ব্যক্তি ছেড়ে যাচ্ছে, সেই কোম্পানিকে নোটিশ না দেয় । নিয়মটি চালু হতে চলেছে গুজরাতে ! এমনই খবর পাওয়া গেছে ।
কিভাবে এবং কেন এই নিয়ম চালু করা হচ্ছে ? চাকরীজীবীদের GST বিষয়ক যে তথ্য জারি করা হচ্ছে, সেখানে জানানো হয়েছে নোটিশ পিরিয়ডের কিছু অবশ্য পালনীয় কর্তব্য থাকে। যদি ওই পদত্যাগে ইচ্ছুক ব্যক্তির কাছে পূর্ব কোম্পানির অ্যাসেট থাকে অথবা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থাকে, তবে তা সম্পূর্ণ করার দায়িত্ব ওই ব্যক্তি বা কর্মীর। কোনও কর্মী যদি নোটিশ পিরিয়ড ছাড়াই অন্য কোম্পানিতে যোগ দিতে চায়, তবে পূর্ব কোম্পানিকে যে ক্ষতির মুখে পড়তে হয়, তা পূরণ করার জন্য GST চালু করা হচ্ছে ।
উল্লেখ্য, ভারতে GST চালু করার পর এই প্রথম কোন চাকরিজীবীদের উপর GST লাগু হতে চলেছে । এর আগে সাধারনভাবে পন্য পরিষেবা কিম্বা অন্য পরিষেবার উপর আদায় করা হত GST. হিসাব বলছে, গত ডিসেম্বর মাসে জিএসটি বাবদ কর আদায় হয়েছে ১.১৫ লক্ষ কোটি টাকা যা গত ডিসেম্বর মাসের তুলনায় ১২ শতাংশ বেশি।
GST পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত বছরের তুলনায় পণ্য আমদানি থেকে GST সংগ্রহ বেড়েছে ২৭ শতাংশ এবং দেশের বাজারে পণ্য কেনাবচা থেকে GSTআদায় বেড়েছে ৮ শতাংশ। এই তথ্য নিঃসন্দেহে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে করোনা সংক্রমণের কারনে গোটা দেশে মার্চ মাসে লকডাউন ঘোষণা করায় GSTআদায় একেবারে তলানিতে এসে ঠেকেছিল।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…