রাজ্যপালের আজকের গন্তব্য নন্দীগ্রাম ! এলাকা পরিদর্শনের পাশাপাশি পুজাও দেবেন
রাজ্যপালের আজকের গন্তব্য নন্দীগ্রাম ! এলাকা পরিদর্শনের পাশাপাশি পুজাও দেবেন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যপাল আগেই ঘোষণা করেছিলেন ভোট পরবর্তী হিংসা এবং সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনে নিজে যাবেন তিনি । বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর শেষ করে আজ চলেছেন নন্দীগ্রামের উদ্দেশ্য । সেখানে হিংসা কবলিত এলাকায় যাবেন এবং বিকালে জানকীনাথ মন্দিরে পূজা সেরে আবার ফিরে আসবেন ।

রাজ্যপালের সাথে রাজ্যসরকারের সংঘাত অব্যাহত । বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় উত্তর বঙ্গ সফরে গিয়েছিলেন। সেখানে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং কালো পতাকা দেখানো হয় । আজ শনিবার নন্দীগ্রাম সফরে যাচ্ছেন । তবে এবারও রাজ্য সরকার এই সফরকে ভালো চোখে দেখছেন না । গতকাল একটি টুইট বার্তায় রাজ্যপাল জানিয়েছেন, শনিবার বিএসএফের একটি হেলিকপ্টারে করে নন্দীগ্রামে যাবেন । সেখানে রাজনৈতিক হিংসায় আক্রান্তদের সাথে কথা বলবেন। এরপর জানকীনাথ মন্দিরে পূজা দিয়ে আবার রাজভবনে ফিরে আসবেন ।

 

২০২১ শের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশী নজর ছিল নন্দীগ্রাম কেন্দ্রের উপর । সেখানে লড়াই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী । টানটান উত্তেজনার মধ্যে একেবারে শেষ সময়ে নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেন মেদিনীপুরের ভূমিপুত্র । যদিও বিজেপির  এই জয়লাভ মানতে রাজী হয়নি শাসক দল । ভোট পরবর্তীকালে নন্দীগ্রামের বহু বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া বলে অভিযোগ এসেছে । রাজ্যপাল জগদীপ ধনকড় এবার সেই অভিযোগের ভিত্তিতেই নন্দীগ্রাম সফর করছেন ।

এদিকে উত্তরবঙ্গের পর ফের নন্দীগ্রামে রাজ্যপালের সফর গিয়ে তৃনমূলের পক্ষ থেকে রাজ্যপালকে সমালোচনা করেছে ।  তৃণমূল মুখপাত্র সুখেন্দুশেখর রায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘রাজ্যপাল পদের অমর্যাদা করা হচ্ছে। গতকাল রাজ্যপাল কোচবিহারের শীতলকুচিতে গিয়েছিলেন। কিন্তু ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে চারজন মারা গিয়েছিলেন তাঁদের বাড়িতে যাননি।’ তার আরও অভিযোগ উত্তরবঙ্গ সফরে রাজ্যপালের সাথে ছিল কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক । সেই প্রসঙ্গেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘একজন কুখ্যাত সাংসদকে নিয়ে রাজ্যপাল কোচবিহারে ঘুরে বেড়িয়েছেন। ওঁকে এক্ষুণি বরখাস্ত করা উচিত।’