দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গতকাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক গোটা দেশে স্বল্প সঞ্চয়ের উপর সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয় । এই ঘোষণায় মুষড়ে পড়েন স্বল্প সঞ্চয়ের সুদের উপর যারা নির্ভরশীল । আজ বৃহস্পতিবার সকাল হতেই সুখবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । জানালেন, সুদের হার কমানো হচ্ছে না ।
এই মুহূর্তে ৫টি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় স্বল্প সঞ্চয়ের সুদ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা ঘিরে শুরু হয় প্রবল সমালোচনা । দেশের সাধারন মানুষ যেখানে দিন দিন সব কিছুর দাম বেড়ে চলেছে সেখানে সুদের হার কমানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না । অনেকেই এই সিদ্ধান্তকে অমানবিক বলেছেন । অবশেষে, বৃহস্পতিবার অর্থমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমছে না।
ক্ষমতায় আসার পর স্বল্প সঞ্চয়ের উপর সুদের হার কয়েকবার কমিয়েছে গেরুয়া সরকার । এদিকে বিধান সভা ভোটের আগে পেট্রোল-ডিজেলের দাম ধাপে ধাপে বেড়ে যাওয়ায় পেট্রোপণ্যের উপর প্রভাব পড়েছে । অনেকাংশে বেড়েছে রান্নার গ্যাসের দাম । এদিকে সরকারী চাকুরে ছাড়া প্রায় সব শ্রেণীর মানুষের আয়ের উপর মারাত্মক প্রভাব ফেলেছে করোনা এবং গোটা দেশ জুড়ে দীর্ঘদিন চলা লকডাউন । এই অবস্থায় বয়স্ক মানুষের আয়ের উপর এই ধাক্কা মেনে নেওয়া কঠিন ।
বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী নির্মলা টুইট করে জানিয়েছেন, ‘স্বল্পসঞ্চয়ে ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যে হার ছিল, তাই বহাল থাকবে। রাতে জারি করা সুদ কমানোর সিদ্ধান্তের ঘোষণা প্রত্যাহার করা হল।’ ভুল করে এই নির্দেশ জারি হয়েছিল বলে সাফাই দিয়েছেন নির্মলা।
৩১ মার্চ, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ২০২১-২০২২ আর্থিক বছরে পিপিএফ সঞ্চয়ে সুদের হার ৭.১ থেকে কমে ৬.৪ শতাংশ। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ। এক বছরের জন্য ব্যাঙ্কে টাকা রাখলে ত্রৈমাসিক সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে ৪.৪ শতাংশ। এছাড়া বয়স্ক মানুষের সেভিংস অ্যাকাউন্টের ত্রৈমাসিক সুদের হার ৭.৪ শতাংশ থেকে ৬.৫ শতাংশ করা হয়েছিল । আপাতত সুদের হার অপরিবর্তিত থাকায় স্বস্তি মিলেছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…