দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ যেভাবে দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তাতে শঙ্কা বাড়ছে । একটা বছর আগে করোনা নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই ভয় আবার যেন ফিরে আসছে । করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবার বাড়ি বাড়ি ঘুরে কোভিড আক্রান্তের তল্লাশি চালানোর ব্যবস্থা করল ।
ফের নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে । দেশের বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি বেশ সঙ্কটজনক । মধ্যপ্রদেশ, দিল্লীসহ বেশ কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রনে লকডাউন ঘোষণা করা হচ্ছে । এই অবস্থায় বাড়ি বাড়ি ঘুরে করোনা আক্রান্তকে চিহ্নিত করে চিকিৎসার প্রয়োজন । সামান্য জ্বর-সর্দি কাশির ছদ্মবেশে করোনা হামলা চালাচ্ছে কি না সে বিষয়েও সতর্ক থাকতে হবে ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে স্পষ্ট নির্দেশ, এবার বাড়ি-বাড়ি খোঁজ শুরু করছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন । একদিকে চলছে রাজনৈতিক প্রচার, অন্যদিকে করোনা বিধির যথেচ্ছ লঙ্ঘন । আগামীদিনে এর ফল কতখানি মারাত্মক হতে পারে সেটি অনেকেই বুঝতে চাইছেন না । এই অবস্থায় রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় নির্দেশ মেনে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নেবেন লক্ষন আছে এমন ‘অসুস্থ’ ব্যক্তিদের।
গত বছর ঠিক এই সময়ে গোটা দেশে করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । বাজার ঘাট থেকে শুরু করে স্বাভাবিক কথা বার্তা বলতেও মানুষের ভয় । এবার যেন সেই আগের দিন ফিরে আসতে চলেছে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্যে নির্দেশ পাঠিয়েছে, সারি (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিনড্রোম) কে আলাদা করে না দেখে কোভিড (COVID-19) প্রোটোকল মেনেই চিকিত্সা করতে হবে। সরকারি হাসপাতাল থেকে নিখরচায় আরটি-পিসিআর (RTPCR) পরীক্ষা করতে হবে। কোভিড পজিটিভ চিহ্নিত হলে বাড়িতেই নিভৃতবাসে থাকতে হবে।
অনেকেই আছেন যাদের বাড়ির অবস্থা এমনই যেখানে আলাদা করে থাকার ব্যবস্থা নেই । সেই সমস্ত মানুষের জন্য ফের রাজ্যে কয়েকটি জেলায় চালু হচ্ছে সেফ হোম। কেন্দ্রীয় নির্দেশ পাবার পরেই মঙ্গলবার ২৭টি স্বাস্থ্য জেলার সঙ্গে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ভিডিও কনফারেন্সে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে ।
রাজ্যে করোনা বিধি পালনে অনেকটাই শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে । একদিকে নির্বাচন উপলক্ষ্যে কোন প্রকার সাবধানতা ছাড়াই যথেচ্ছ অবাধে মেলামেশা চলছে । অন্যদিকে বাসে, ট্রেনে কিম্বা রাস্তায়ও মুখে মাস্ক ছাড়াই অনেককে ঘোরাফিরা করতে দেখা যাচ্ছে । নতুন করে ফের করোনা আক্রান্ত হবার ঘটনা নিয়ে বিশেশজ্ঞরা কলকাতা এবং দুই পরগনা নিয়ে চিন্তিত বেশি ।
এবার থেকে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার আবার ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে কড়া হতে হবে । সেই সাথে চলবে সচেতনতামূলক প্রচার । জেলা স্বাস্থ্যকর্তাদের আবার এই নির্দেশ দেওয়া হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কারও কোনও অসুবিধা আছে কিনা। জ্বর-সর্দি থাকলেও অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা পরীক্ষা করার ব্যবস্থা ইত্যাদি করবেন । এর পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কলকাতা-সহ রাজ্যের সব কোভিড হাসপাতালকে যুদ্ধকালীন ভিত্তিতে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…