দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অতিমারি করোনা আবহে গত বছর থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প । মাঝে কয়েকদিনের জন্য খুলে দেওয়া হলেও ফের প্রশাসনের বিধিনিষেধ চালু হওয়ায় বর্তমানে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘার সমুদ্র সৈকত প্রায় পর্যটকশূন্য । জানানো হয়েছে করোনা রিপোর্ট হাতে না থাকলে ফেরত পাঠানো হবে । এবার করোনা রিপোর্ট না নিয়েও দীঘা ঘুরে আসার ব্যবস্থা করা হচ্ছে ।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসন থেকে কড়া বিধিনিষেধ জারি করায় জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা প্রায় পর্যটকশুন্য হয়ে পড়েছিল । এই অবস্থায় কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, তাই নিয়ে সম্প্রতি বৈঠকে বসেছিল দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সেখানে ঠিক হয়, বাইরে থেকে করোনা রিপোর্ট হাতে করে নিয়ে না এলেও সমুদ্র সৈকতে আসা যাবে । সেক্ষেত্রে, হোটেলেই করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হবে এবং সেই পরীক্ষার খরচ পর্যটকদের বহন করতে হবে ।
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, সংগঠনের পক্ষ থেকে Rapid Test Kit কেনা হবে। সেই কিট বিভিন্ন হোটেলে সরবরাহ করা হবে। যদি কোন পর্যটক দীঘায় বেড়াতে আসেন এবং তার কাছে ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট না থাকে তাহলে যে হোটেলে উঠবেন সেখানেই তাঁর র্যাপিড টেস্ট করা হবে। আর এই কিটের দাম পর্যটককেই মেটাতে হবে ।
এদিন দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সাধারণ সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘একদিকে ঘূর্ণিঝড় ইয়াসের জন্য দিঘায় হোটেল মালিক থেকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর কোভিডের প্রশাসনিক কড়াকড়ি নিয়মের জেরে আমরা ভীষণ সমস্যায় পড়েছি। ক্ষতির পর ক্ষতি হয়েই চলেছে। পর্যটক কমে যাওয়ায় কী ভাবে হোটেলের কর্মচারীদের বেতন, লোন, বিদ্যুৎ বিল সহ অন্যান্য বিল মেটাবে, বুঝে উঠতে পারছে না কেউ। তাই আমরা উদ্যোগ নিয়েছি আগত পর্যটকদের র্যাপিড টেস্টের ব্যবস্থা করব। সেই অনুমতি যাতে প্রশাসনের কাছ থেকে পাওয়া যায় তার আবেদন জানাব আমরা’।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…