দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা দেশে সেই জানুয়ারি মাস থেকেই টিকাকরনের কাজ শুরু হয়েছে । সব কিছুই ঠিক মত চলছিল । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার নিয়ে আছড়ে পড়তেই শুরু হল বিশৃঙ্খলা পরিস্থিতি । বিরোধী দলগুলির একের পর এক অভিযোগ ধেয়ে আসছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । এবার বম্বে হাইকোর্টের সমালোচনার শিকার কেন্দ্র। মূলত দেশের বয়স্ক জনগণের টিকার ব্যাপারেই তিরস্কার করা হয়েছে ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । এই অবস্থায় বিভিন্ন রাজ্য থেকে চরম অব্যবস্থা প্রকাশ পাচ্ছে । এদিকে টিককরন নিয়ে শুরু হয়েছে অসন্তোষ । জানা গেছে, ভ্যাক্সিনের অব্যবস্থা নিয়ে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেখানে মামলার শুনানির মধ্যেই কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করা হল । আদালত থেকে প্রশ্ন তুলে বলা হয়েছে, “কেন প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা চালু হল না, যেখানে প্রতিটি প্রবীণ নাগরিকের প্রাণ বাঁচানো জরুরি।”
Why not start door-to-door vaccination proactively when lives of senior citizens are concerned? Bombay HC asks Centre
— Press Trust of India (@PTI_News) May 12, 2021
এই প্রসঙ্গে বম্বে হাইকোর্ট থেকে আরও বলা হয়েছে, “কয়েক মাস আগেই যদি দুয়ারে দুয়ারে গিয়ে প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া যেত, তবে অনেক প্রাণ হয়তো বাঁচানো যেত।” স্বভাবতই বম্বে হাইকোর্টের এই প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার বেশ অস্বস্তির মুখে পড়েছে । তবে কেন্দ্রের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি ।
If door-to-door #vaccination programme had started for senior citizens a few months back, many lives could have been saved: Bombay HC
— Press Trust of India (@PTI_News) May 12, 2021
এই মুহূর্তে দেশে সুস্থতার হার কিছুটা বেড়েছে । কিছু কিছু রাজ্যে আংশিক লকডাউন কিছুটা নিয়ন্ত্রনে আনতে পেরেছে করোনা পরিস্থিতি । তবে বিশেষজ্ঞরা আগামিদিনে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভবনা জানিয়েছেন । ফলে কোনভাবেই টিকা করণে ঢিলেমি দেওয়া আগামী দিনে মারাত্মক ফল হতে পারে ।