দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ যে নন্দীগাম একদিন দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পটভূমি, আজ সেখান থেকেই নেত্রীর সভার আগে উঠল ‘গো ব্যাক’ স্লোগান পোস্টার ! মাত্র কয়েক বছর আগেও কি কেউ ভাবতে পেরেছিল এমন একটা দিন আসবে !
ভোটের দামামা বেজে গেছে । ২১শের বিধানসভাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে সব কিছু জমজমাট । সংবাদপত্র হোক কিম্বা সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই রাজনৈতিক তরজা । এই অবস্থায় নন্দীগ্রামে আজ সভা করার কথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । চারিদিকে দলীয় কর্মীদের সাজ সাজ রব । তার মধ্যেই ছন্দ পতন ! শিরোনামে ‘মমতা গো ব্যাক’ স্লোগান !
মমতার নন্দীগ্রামে সভার আগেই সেখানে দলীয় কর্মীদের তৎপরতা একেবারে তুঙ্গে । দলীয় ফেস্টুন ব্যানারে ভরে গেছে পুরো এলাকা । সামনেই বিধানসভা নির্বাচন । এদিকে দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী এবার দল ত্যাগ করে বিরোধী শিবিরে । ফলে নেত্রী এবার নন্দীগ্রাম থেকে কিসের ডাক দেবেন তাই নিয়েই চলছে জল্পনা ।
আজ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে যখন প্রস্তুতি চলছে পুরদমে, ঠিক সেই সময় নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে বেশ কয়েক জায়গার বিদ্যুৎ-এর খুঁটিতে ‘মমতা ব্যানার্জি গো ব্যাক’ স্লোগানের পোষ্টার চোখে দেখা গেল । কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই পোস্টার ঘিরেই চলছে গুঞ্জন ।
তৃনমূল ছেড়ে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান শাসক দলের কাছে বড় ধাক্কা । সেই ধাক্কা সামলাতে না সামলাতে ফের যোগ দিলেন সৌমেন্দু অধিকারী । বাবা শিশির অধিকারী ইতিমধ্যে বেসুরো গাইতে শুরু করেছেন ! শুভেন্দু অধিকারীর ভাই তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও দল বদল করবেন বলে একাংশের ধারনা । শুভেন্দু অধিকারীকে সমর্থন জানিয়ে তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন জেলার বহু নেতা-কর্মী।
এহেন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠন অনেকখানি দুর্বল হয়ে পড়েছে একথা তৃণমূলের দলীয় কর্মীরাও অন্দরে আলোচনা শুরু করছেন । দলকে চাঙ্গা করতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের এই সভা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন । অন্যদিকে আগামীকাল খেজুরিতে বিজেপির সভায় প্রধান বক্তা হিসাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে চলেছেন ।