সকালে উঠে এই কাজগুলি করাই আপনার সারাদিন খারাপ কাটার জন্য দায়ী !
সকালে উঠে এই কাজগুলি করাই আপনার সারাদিন খারাপ কাটার জন্য দায়ী !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অনেকে জ্যোতিষ মানেন, আবার অনেকেই মানেন না । তবে একটা কথা অস্বীকার করার উপায় নেই, অন্যান্য বিজ্ঞানের মত জ্যোতিষ শাস্ত্রও বিজ্ঞানের বাইরে নয় । আমাদের আগামী সময় কেমন কাটবে সেটি হলফ করে কেউ বলতে পারে না ঠিক, কিন্তু কি করলে শুভ আর কি না করলে অশুভ একথা জ্যোতিষ শাস্ত্র থেকেই অনুমান করা যায় । সারাদিন কেমন কাটবে সেটি নির্ভর করে সকালে ঘুম থেকে উঠে আপনি ঠিক কি কি করছেন তার উপর – এমনটাই জ্যোতিষ শাস্ত্র মতে জানা যায় ।

ভাল মন্দ নিয়েই আমাদের জীবন । সারাদিন কার কেমন কাটবে সে কথা হলফ করে কেউ বলতে পারে না । সকলেরই কোন দিন ভাল কাটে, আবার কোন দিন বিশ্রী । জ্যোতিষ শাস্ত্র মতে, দিনের শুরুটা যদি সুন্দর, মধুর হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে সারাদিন খুব ভালভাবে কাটে । জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রমতে সকালে ঘুম থেকে ওঠার পর কিছু জিনিস করতে নেই বা দেখতে নেই, তাতে নাকি দিনটা খুব খারাপ কাটে । আসুন কি বলা হয়েছে সেখানে দেখে নেই –

বাস্তু শাস্ত্র মতে সারাদিন ভাল কাটার চাবিকাঠি সকালে ঘুম থেকে উঠেই পাওয়া যায় । যদি মনে করেন আপনার সারাদিন সুন্দর এবং ভাল কাটুক তাহলে নিজের বিষয়গুলি একবার দেখে নিন –

১)  সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর দেবতার দর্শন দিনের শুরু জন্য অত্যন্ত শুভ । এতে দিন যেমন ভাল যায়, মনে কু চিন্তা আসে না, মন উৎফুল্ল থাকে ।

২) বাস্তুশাত্রমতে সকালে বাসিমুখে ঝাঁটা দর্শন দিন শুরুর পক্ষে অত্যন্ত খারাপ । ঠিক এই কারনেই পুরান দিনের ঠাকুমা-দিদিমারা ঝাঁটা এমন জায়গায় রাখতে বলতেন, যেখানে সহজে চোখ না যায় ।

৩) সকালে ঘুম থেকে উঠে খালি জলের পাত্র দর্শন অত্যন্ত অশুভ বলে বিবেচনা করা হয় ।

৪) সকালে ঘুম থেকে উঠেই ফ্রেস হওয়ার আগে পর্যন্ত খুব জরুরী না থাকলে কারও সঙ্গেই খুব একটা কথা বলতে নেই। এমনকি নিজের মুখ বাসি মুখে আয়নায় দেখাও অশুভ বলে বিবেচিত ।

৫) সকালে উঠে বাসি মুখে কাউকে ভিক্ষা দিতে নেই । ভিক্ষার সাথে সাথে নিজের ভাগ্যটাও মানুষ ভিক্ষুককে দিয়ে দেয় ।

৬) সকালে ঘুম থেকে উঠলাম, কিন্তু নিজের বাসি বিছানা পরিষ্কার না করে দিনের অন্য কাজগুলি শুরু করে দিলাম – এটা অত্যন্ত খারাপ অভ্যাস এবং বাস্তুশাস্ত্র মতে অশুভ ।