বাংলার বিরোধী দলনেতা নির্বাচন করতে উদ্যোগী হল গেরুয়া শিবির
বাংলার বিরোধী দলনেতা নির্বাচন করতে উদ্যোগী হল গেরুয়া শিবির

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ২০১৯ শে রাজ্য রাজনীতিতে বিজেপির যেভাবে রকেট গতি নিয়ে উত্থান হয়েছিল, ঠিক সেইভাবে মেলে ধরতে ব্যর্থ ২০২১ শের বিধানসভা নির্বাচনে । ২০০ আসনের গণ্ডি পার করার স্বপ্ন নিয়ে বিধানসভায় লড়াই করলেও গেরুয়া শিবিরকে থেমে যেতে হয়েছে ৭৭ আসনে । সেখানে আসন সংখ্যা এবং শতাংশের নিরিখে ইতিহাস গড়ে তৃতীয়বারের মত বাংলার ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, গত বিধানসভার তুলনায় গেরুয়া শিবিরের এবারের ফল অনেক ভাল । রাজ্যের রাজনীতি ইতিহাসে এই প্রথমবারের মত প্রধান বিরোধী দলের তকমা নিয়ে বিধানসভায় যাচ্ছে তারা। এই অবস্থায় বিধানসভায় বিরোধী দলের নেতৃত্ব কার হাতে তুলে দেওয়া হবে, সেই যোগ্য ব্যক্তি নির্বাচন করতে উদ্যোগী হল গেরুয়া শিবির।

রাজ্যে বিরোধী দল হিসাবে বিজেপির কোন বিধায়ক বিরোধী দলনেতা হবেন, তাই নিয়ে চলছে দড়ি টানাটানি । এই টানাটানির রেসে এগিয়ে রয়েছেন, রাজ্য বিজেপির চাণক্য মুকুল রায় এবং নন্দীগ্রাম কেন্দ্র থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীকে পরাস্ত করে জয়ী শুভেন্দু অধিকারী । এই অবস্থায়  বিরোধী দলের নেতা কে হবেন, কার হাতে থাকবে বিধানসভার পরিষদীয় দলের ব্যাটন, তা নিয়ে  এবার কেন্দ্রের তরফে জোড়া পর্যবেক্ষক নিয়োগ করা হল। তাঁদের নেতৃত্বেই রাজ্যের বিজেপি বিধায়করা নিজেদের দলনেতা নির্বাচন করবেন।

জানা গেছে, বিরোধী দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে দলের দুই অভিজ্ঞ মুখ কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। ভোট পর্যবেক্ষক হিসাবে শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীরা ফল প্রকাশের পর রাজ্য ছেড়ে চলে গেছেন । এবার কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে রাজ্যে আগমন পাঞ্জাব থেকে তরুণ চুঘ। এদিকে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তাল রাজ্য । এই অবস্থায় বিধানসভার অন্দরে কোনও শক্তপোক্ত মুখকে বিরোধী দলনেতা করতে চাইছে বিজেপি।

গেরুয়া শিবিরের ভিতরের খবর, আগামী মঙ্গলবার দলের বিধায়কদের নিয়ে একটা বৈঠক হবে । সেখানেই দলনেতা কে হবেন ঠিক করা হবে । তবে মুকুল রায়ের স্বাস্থ্যের দিক বিচার করলে শুভেন্দু অধিকারী এই দৌড়ে এগিয়ে থাকছেন। এছাড়া দলের অধিকাংশ বিধায়কের মতও নাকি শুভেন্দুর দিকেই। এদিকে বিধানসভায় সুবক্তা হিসাবেও শুভেন্দু মুকুলের থেকে এগিয়ে থাকবেন।