এবার থেকে কোভিড সার্টিফিকেটে মোদীর জায়গায় মমতার ছবি থাকবে !
এবার থেকে কোভিড সার্টিফিকেটে মোদীর জায়গায় মমতার ছবি থাকবে !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা ভ্যাক্সিন নিলে এতদিন পোর্টাল থেকে যে কোভিড সার্টিফিকেট ডাউনলোড করা হত, সেখানে থাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি । এবার টিকা নেওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে সার্টিফিকেট দেওয়া হবে, সেখানে মোদীর পরিবর্তে থাকবে মুখ্যমন্ত্রী মমতার ছবি ও মেসেজ । যদিও এই দুই ধরনের সার্টিফিকেটের মধ্যে কোন পার্থক্য নেই। ফলে শংসাপত্রধারীকে কোন বিড়ম্বনায় পড়তে হবে না বলে জানা গেছে ।

চলতি বছর জানুয়ারি থেকেই গোটা দেশে করোনা টিকা করন শুরু হয়েছে । কিন্তু দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভ্যাক্সিন নিয়ে কার্যত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বারংবার মতপার্থক্য দেখা দিয়েছে । এতদিন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে  বিনামূল্যে ভ্যাক্সিন সরবরাহ করে এসেছে । সেই ভ্যাক্সিন নেবার পর ‘কো-উইন’ পোর্টাল থেকে যে শংসাপত্র দেওয়া হত, তাতে বাম দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং বার্তা দেওয়া থাকত । কিন্তু বিরোধীদের প্রশ্ন ছিল, এই ধরনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকবে কেন ?

এবার থেকে রাজ্য সরকার  চাহিদা মেটাতে টিকা কেনার পথ নিয়েছে। এ-পর্যন্ত এই খাতে প্রায় ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। রাজ্য সরকারের দাবী, যেভাবে কঠিন লড়াই করে করোনার ভ্যাক্সিন জোগাড় করতে হচ্ছে, তার প্রমাণস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার ছবি রাখা হচ্ছে ! অবশ্য, পশ্চিমবাংলার আগে  ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৮-৪৪ বছর বয়সিদের জন্য টিকা যখন রাজ্য সরকারকেই কিনতে হবে, তখন সেই সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীদেরই ছবি থাকবে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের মতে,  ‘চূড়ান্ত প্রতিকূলতার মধ্যেও মুখ্যমন্ত্রী সকলকে টিকা দেওয়ার উপরে জোর দিয়েছেন। রাজ্যের সেই পদক্ষেপ তো প্রশংসনীয়। কেন্দ্রের সঙ্গে এ ব্যাপারে রাজ্যের কোনও রেষারেষি নেই।‘ তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর,  বিপুল অর্থ খরচ করে রাজ্যসরকার টিকা কিনছে । এই টিকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এই পদ্ধতিতে জানা যাবে । কেননা, স্বাস্থ্য দপ্তর থেকে যে শংসাপত্র দেওয়া হবে, তার সাথে কত ডোজ ভ্যাক্সিন কেনা হয়েছে, সেই সংখ্যা মেলালেই হবে ।

কি থাকছে এই নতুন শংসাপত্রে ?  পার্থক্যই বা কোথায় ? কেন্দ্রীয় সরকারের টিকা নেবার পর কো-উইন পোর্টাল থেকে শংসাপত্র নিতে হত । এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহীতাকে একটি SMS এর মাধ্যমে একটি লিঙ্ক পাঠানো হবে । সেখান থেকেই রাজ্য সরকারের শংসাপত্র পাওয়া যাবে । তবে কো-উইন থেকে পাওয়া শংসাপত্রের মত এখানে নরেন্দ্র মোদীর ছবি কিম্বা বার্তা হিসাবে ‘দাওয়াই ভি অর কড়াই ভি।’ লেখা থাকবে না । ডানদিকে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মুখ্যমন্ত্রীর বার্তা, ‘সজাগ থাকুন, নিরাপদে থাকুন।’ এছাড়া কেন্দ্রীয় সার্টিফিকেটে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের একটি ‘ইউনিক’ নম্বর দেওয়া থাকে। রাজ্যের শংসাপত্রে তা থাকবে না ।