দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা পরিস্থিতিতে সবাইকে একযোগে লড়াই করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী । এদিকে দেশে করোনা পরিস্থিতি বিচার করে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র । জানা গেছে, আগামী মাস থেকেই ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় বিনামূল্যে রেশন দেওয়ার কথা । অন্যদিকে করোনা চিকিৎসায় অক্সিজেনের ঘাটতি জনিত সমস্যার বিষয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী ।
দেশে করোনা সংক্রমণ বিগত দিনের সকল রেকর্ড চুরমার করে দিয়েছে । বহির্বিশ্বের একের পর এক দেশ ভারতের সাথে করোনা জনিত কারনে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে । এদিকে দেশের মধ্যেই করোনা চিকিৎসায় জরুরী অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে । আজ সবচেয়ে খারাপ পরিস্থিতি যে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবারই ভারচুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে অক্সিজেনের সমস্যার কথা উঠে আসে । এদিকে অতিমারি করোনার বিরুদ্ধে লড়াই করতে বড় ঘোষণা কেন্দ্রের। আগামী মে ও জুন মাসে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করা হল ।
আগামী দুই মাস বিনামূল্যে কাদের রেশন দেওয়া হবে ? এই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে সমস্ত মানুষ দারিদ্রসীমার নিচে আছেন তাদের মে ও জুন মাসে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। এই প্রকল্পে সরাসরি উপকৃত হবেন দেশের ৮০ কোটি মানুষ । বিনামূল্যে রেশন দেবার জন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ২৬ হাজার কোটি টাকা ।
এর ফলে প্রায় ৮০ কোটি ভারতীয় উপকৃত হবেন। এই রেশন বাবদ কেন্দ্রীয় সরকারের খরচ পড়বে ২৬ হাজার কোটি টাকা। এদিকে আজকের ভার্চুয়াল বৈঠকে উঠে আসে অক্সিজেনের প্রসঙ্গ । নরেন্দ্র মোদী জানান, সম্ভাব্য সব রকম উপায়েই অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে যাতে দ্রুত হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। পাশাপাশি খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান ব্যবহার করা হচ্ছে বলেও জানান মোদী ।এরই পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৩টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে। এক সপ্তাহের মধ্যেই প্লান্টগুলি চলে আসবে ভারতে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…