দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা মহামারির আগে ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম পদক্ষেপ ছিল ‘Fastag’ ব্যবস্থা । এই ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে টোল ট্যাক্স কাঁটা সম্ভব । এবার যে সমস্ত গ্রাহক এখনো পর্যন্ত fastag এ নাম নথিভুক্ত করেননি এবং যারা ইতিমধ্যে নাম রেজিস্টার করেছেন তাদের জন্য National Highway Authority of India (NHAI) নিয়ে এল একগুচ্ছ নয়া সুবিধা ।
ডিজিটাল ইন্ডিয়া স্লোগানে গত বছর নয়া সংযোজন ছিল fastag সুবিধা । এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিজের টোল ট্যাক্স জমা দিতে পারেন এবং অন্যদিকে সরকারী কোষাগারে বিনাপরিশ্রমে জমা পড়ে সেই টোলের টাকা । এবার National Highway Authority of India (NHAI) পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১ মার্চ পর্যন্ত বিনামূল্যে এই fastag পেতে পারবেন গ্রাহকেরা। তবে পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, এই সময়সীমা পেরিয়ে যাবার পরেও fastag না থাকলে সমস্যায় পড়তে হবে । সেক্ষেত্রে গাড়ির চালকদের কাছ থেকে দ্বিগুণ হারে টোল ট্যাক্স আদায় করা হবে ।
এদিকে fastag ব্যবস্থায় সুবিধা পেতে চলেছে গাড়ির চালক এবং সরকার – উভয় পক্ষ । পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, করোনার পরবর্তী সময়ে দৈনিক fastag এর ৬০ লক্ষ পর্যন্ত লেনদেন হচ্ছে অনায়াসে । গত বুধবার পর্যন্ত টোল হিসাবে সরকার আদায় করেছে প্রায় ৯৫ কোটি টাকা। National Highway Authority of India (NHAI) এর পক্ষ থেকে নতুন করে জানানো হয়েছে, টোল প্লাজা পেরিয়ে যাবার সময় যদি সিস্টেমে কোন গোলযোগ থাকে তাহলে fastag গ্রাহকেরা ওয়ালেটে ব্যালান্স টাকা থাকলেই প্লাজা পেরিয়ে যেতে পারবেন ।
এদিকে National Highway Authority of India (NHAI) থেকে আরও জানানো হয়েছে, আগামী ১লা মার্চ ২০২১ পর্যন্ত রাজ্য এবং জাতীয় হাই ওয়ের ৭৭০ টি টোল প্লাজার মধ্যে থেকে বিনামূল্যে এই fastag পেতে পারবেন গ্রাহকেরা। এই ঘোষণার পরেই দৈনিক fastag বিক্রির পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে । এদিকে ‘my fastag app’ এ check balance ফিচার যুক্ত করায় গ্রাহকরা সহজেই নিজের fastag ওয়ালেটে কত টাকা পড়ে আছে জানতে পারবে । এছাড়া যেকোন টোল প্লাজা থেকে রিচার্জ করা যাবে fastag এর ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…