দেশের প্রধান মন্ত্রীকে এবার শকুন বললেন ফিরহাদ হাকিম !
দেশের প্রধান মন্ত্রীকে এবার শকুন বললেন ফিরহাদ হাকিম !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ  রাজনীতির মঞ্চে কে কাকে কতটা ছোট করতে পারে তাই নিয়েই যেন হয় লড়াই ! যদিও সম্বোধনের লিস্টে সবচেয়ে এগিয়ে থাকবে তৃণমূল ! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দেশের প্রধানমন্ত্রীকে নানান কটূক্তি করেছেন । কিন্তু এবার ফিরহাদ হাকিম যেন সবাইকে ছাপিয়ে গেলেন । নাম না করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘শকুন’ বলে উল্লেখ করলেন তিনি ।

রাত পোহালেই সপ্তম দফা ভোট । এই দফায় নজির বিহীনভাবে নির্বাচন কমিশন ৮০ হাজার কেন্দ্রীয় আধা সামরিক জওয়ান নিযুক্ত করতে চলেছে । এদিকে রাজ্যের করোনা উত্তাপ ভোটের উত্তাপকেও ছাপিয়ে গেছে । কিন্তু রাজনৈতিক নেতারা বিশেষ করে শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে পরস্পরকে আক্রমণ চলছে তো চলছেই । কিন্তু এবার শালীনতার বাঁধ একেবারে ভেঙ্গে ফেললেন হাকিম সাহেব ।

নির্বাচনী প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করতে গিয়ে শকুন বলে সম্বোধন করে বসলেন । এদিন তিনি মোদীর নাম না নিয়ে জানান, “শকুন দাড়ি গোঁফ রেখে বাংলা দখল করার চেষ্টা করছে। শকুনকে বাংলা দখল করতে দেবেন না।”

আগামী ২রা মে রাজ্যের নির্বাচনী ফল প্রকাশ হবে । সেই দিন ঠিক হবে আগামী পাঁচ বছরের জন্য বাংলার ক্ষমতা কার হাতে থাকবে ? কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবী জানিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি এক ধাপ এগিয়ে তিনি জানিয়েছিলেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। তারাই সোনার বাংলা গড়বেন বলে আশাবাদী। এদিকে তৃণমূল রাজ্যের করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে আসছে ।