দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের । ১৩০ কোটি জনগণের দেশে এখনও পর্যন্ত ১৫ কোটির কাছাকাছি মানুষকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয়েছে । করোনা ভ্যাক্সিনের সরবরাহের অভাবের জন্য সরাসরি নরেন্দ্র মোদীকেই সমালোচিত হতে হচ্ছে । এই অবস্থায় আমেরিকা জানিয়েছিল, ভ্যাক্সিনের কাঁচামাল দেশের বাইরে পাঠানো হবে না । আগে নিজের দেশ, তারপর অন্য । ফলে বেশ বিপাকে পড়ে ভারত । গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে কথা বলেন । এবার ভারতে আসছে ভ্যাক্সিনের কাঁচামাল ।
সংবাদ সংস্থা NDTV সুত্র থেকে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্থানীয় সময় সোমবার টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দীর্ঘ ফোনালাপের পর প্রধানমন্ত্রী টুইট করে সুখবর জানান । তিনি টুইট করে বলেন, বাইডেনের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি ভারতকে সহায়তার আশ্বাস দেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানান।
এদিকে পেন্টাগন সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারতে জরুরিভাবে ভারতে ভ্যাক্সিনের কাঁচামালসহ চিকিৎসাসামগ্রী পাঠানো হবে । এসবের মধ্যে রয়েছে অক্সিজেন যন্ত্র, র্যাপিড টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী।প্রাথমিকভাবে দেশটি অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি ডোজ টিকা রপ্তানি করবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের করোনা প্রতিরোধ টিমের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট এ তথ্য জানিয়েছেন।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…