অবশেষে নজরবন্ধী অনুব্রতের দেখা মিলল তাঁরাপীঠের মন্দিরে ! আপাতত স্বস্তিতে কমিশন
অবশেষে নজরবন্ধী অনুব্রতের দেখা মিলল তাঁরাপীঠের মন্দিরে ! আপাতত স্বস্তিতে কমিশন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে বীরভূমে রাজনৈতিক হিংসা সবথেকে বেশী । ঠিক এই কারনেই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতকে নজরবন্ধী করার নির্দেশ দিয়েছে কমিশন । কিন্তু নজরবন্ধী থাকা অবস্থায় আচমকা অনুব্রতের গাড়ি কনভয় থেকে অদৃশ্য হয়ে যায় । চিন্তায় পড়েন ম্যাজিস্ট্রেটসহ কেন্দ্রীয় বাহিনী । অবশেষে দিনের শেষে সকলের প্রিয় ‘কেষ্ট দা’কে খুঁজে পাওয়া গেল তারাপীঠ মন্দিরে ।

আগামী কাল অষ্টম তথা শেষ দফা নির্বাচন । অষ্টম দফায় মোট ৩৫ টি আসনের মধ্যে শুধু বীরভূমেই আছে ১১টি আসন। ভোটের আগের দিন থেকে বীরভূমের সভাপতিকে নজরবন্ধী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে । কিন্তু ‘কেষ্টদা’কে কি এভাবে নজরবন্ধী রাখা যায় ? আজ সকালেই নির্বাচন কমিশনের নজরবন্ধী দলের সদস্যদের চোখে রীতিমত ধুলো দিয়ে অদৃশ্য হয়ে যায় জেলা সভাপতির কনভয় । সারাদিন তাঁর খোঁজে হন্যে হয়ে গোটা বীরভূম চষে ফেলে ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা । দিনের শেষে তাকে পাওয়া গেল তারাপীঠ মন্দিরে ।

জানা গেছে, এদিন বেপাত্তা হয়ে যাবার পর, অনুব্রত প্রথমে যান নানুরে । সেখান থেকে আহমেদপুর হয়ে রামপুরহাট । শেষে তারাপীঠ মন্দির । এদিকে কমিশনের কড়া নির্দেশ আজ থেকে আগামী ৪৮ ঘণ্টা নজরবন্ধী থাকতে হবে অনুব্রতকে । অর্থাৎ ভোট চলাকালীন অবস্থায়ও তাকে নজরবন্ধী রাখা হবে । কিন্তু শেষ পর্যন্ত প্রথম দিনেই নাকানিচোবানি খেতে হল কেন্দ্রীয় বাহিনিকে । উল্লেখ্য, এর আগে ২০১৯ শের লোকসভা নির্বাচনেও তাকে নজরবন্ধী রাখার নির্দেশ ছিল । সেবারও একই ঘটনা ঘটিয়েছিলেন তিনি ।