দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এবার কলকাতায় সেঞ্চুরি পার করল পেট্রোল । মঙ্গলবার মধ্যরাতে পেট্রোলের নতুন দাম ১০০ টাকা ২৩ পয়সা । গত কয়েকদিনে রাজ্যের বেশ কিছু জেলায় সেঞ্চুরি করলেও, কলকাতায় সামান্য কিছু টাকায় আটকে ছিল। অবশেষে সেই রেকর্ড ছুঁয়েছে । তবে আগামী দিনে এই দাম আরও বাড়বে বলেই কেন্দ্র থেকে ইঙ্গিত মিলেছে ।
দেশের ইতিহাসে এই প্রথমবারের মত মহানগর কলকাতা পেট্রোলে সেঞ্চুরি পার করে ফেলল । নতুন রেকর্ড গড়ায় কলকাতায় এই মহার্ঘ জ্বালানির দাম ১০০ টাকা ২৩ পয়সা। যদিও সপ্তাহের শুরুতেই বেশ কিছু জেলায় পেট্রোল ১০০ র গণ্ডি পার করে ফেলেছিল । কলকাতার ক্ষেত্রে সেটি ছিল স্রেফ সময়ের অপেক্ষা । ফলে এক দিক থেকে বিচার করলে এই প্রথম তিন অঙ্কের সংখ্যায় পৌঁছে গেল পেট্রোল !
মঙ্গলবার মধ্যেরাত থেকে পেট্রোল এবং ডিজেলের নতুন দাম কার্যকর করা হয়েছে । কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। এদিকে করোনা পরিস্থিতি নিবারনে যেভাবে গত বছর থেকে একের পর এক লকডাউনের পথে হেঁটেছে কেন্দ্র এবং রাজ্য, তাতে একদিকে সধারন মানুষের আয় ক্ষমতা যেমন কমেছে, অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়েছে অনেকখানি ।
রান্নার গ্যাস, এবং জ্বালানির দাম যেভাবে ধাপে ধাপে বেড়েই চলেছে, এর শেষ কোথায় হবে কেউ বলতে পারছে না । অথচ, পেট্রোপণ্যের দাম নির্ভর করে জ্বালানির দামের উপর । এদিকে ১ জুলাই থেকে রাজ্যসরকার বাস চালানোর অনুমতি দিলেও ভাড়া বাড়ানোর দাবী নিয়ে সরব হয়েছেন বাস মালিক সংগঠন । ফলে সেখানেও একটা বড় জট সৃষ্টি হয়েছে । সব মিলিয়ে করোনার থেকেও আরও বড় সমস্যা আগাম ভবিষ্যতে অপেক্ষা করছে বলে ধারনা বিশেষজ্ঞ মহলের ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…