দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল এবং বাম-কংগ্রেস জোটের বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া মুল্য বৃদ্ধি । এবার রাজ্যে কিভাবে পেট্রোল-ডিজেলের দাম কমানো যাবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতাকে পরামর্শ দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
আজ বিশ্ব ব্যাপী পালিত হচ্ছে নারী দিবস । বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলাদের নিয়ে বিশাল মিছিল বের করেন । আজ মিছিল শেষে ধর্মতলায় জনসভা থেকে বিজেপিকে আক্রমণ শানান সেই রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে । এমনিতেই গ্যাস এবং তেলের দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল রাজ্যের সাধারন মানুষ । এবার ধর্মতলায় মমতার সভার পরেই হেস্টিংসের বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে লকেট মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জানান, ” যদি আপনার হিম্মত থাকে তাহলে আরও বেশি করে রাজ্য যা ট্যাক্স পায় সেটা ছেড়ে দিন। লোক দেখানো এক টাকা কমাতে যাবেন না। বাংলাকে ভালবাসলে এক টাকা ট্যাক্স নিজে রেখে বাকিটা মকুব করে দিন। তাহলেই দাম কমবে পেট্রোল-ডিজেলের”।
এদিন নারীদিবসে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা নিয়ে নিশানা করেছেন বিজেপিকে । তার বক্তব্য, দেশের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী অত্যাচারের হার সব থেকে বেশি । এরপর তিনি পরিসংখ্যান তুলে ধরেন । এর উত্তরও লকেট চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে দিয়েছেন । তিনি জানান, ” বাংলায় মেয়েরা দিন দিন অত্যাচারিতা, ধর্ষিতা হচ্ছেন। মেয়েদের ওপর অ্যাসিড আক্রমণের ঘটনা রাজ্যে বাড়ছে।”
তিনি আরও বলেন, “রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন মহিলাদের উপর অত্যাচারের বিষয় নিয়ে জানতে চান, তখন সরকার তথ্য লুকিয়ে রাখে । তথ্য না দিয়ে মুখেই বলে দেয় পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত আছে । ঘটা করে কন্যাশ্রী দেওয়া হচ্ছে। আমরা চাই কন্যা শব্দটিকে বাদ দিয়ে নারীদের ‘শ্রী’ ফেরাতে। মেয়েদের হারানো সম্মান আমরা ফিরিয়ে আনতে চাই। সেটা তৃণমূল থাকলে হবে না। শুধুমাত্র মেয়েদের নিরাপত্তার জন্যই বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় মহিলাদের বাড়তি গুরুত্ব দেন। জলজীবন মিশন থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, এগুলি মহিলাদের নামে দেওয়া হয়। “
এরপর তিনি পার্কস্ট্রীট, কামদুনি থেকে শুরু করে সাম্প্রতিককালে জোড়াবাগান অঞ্চলে ৮ বছরের শিশুর ওপর নারকীয় অত্যাচারের ঘটনা উল্লেখ করেন । সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ লকেট অভিযোগ করেন, বাংলায় নারী পাচারের সংখ্যা বাড়ছে। বিশেষ করে চা-বাগান অঞ্চলে এই সমস্যা প্রকট হয়েছে বলে তিনি উল্লেখ করেন ।