দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ চতুর্থ দফা ভোটে সব চেয়ে আলোচিত কেন্দ্র কোচবিহারের শীতলকুচি কেন্দ্র । সেদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যায় চারজন । এই ঘটনার পর রাজনীতির আঙ্গিনা দিয়ে অনেক জল গড়িয়েছে । নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেদিন গুলি চালানোর ঘটনা নিয়ে কমিশনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিকাশ দুবে জানালেন, সেদিন কেন্দ্রীয় বাহিনী সামাল না দিলে বুথ দখল হয়ে যেত ।
শীতলকুচির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত । বিতর্কিত মন্তব্য করে ফেসেছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বাদ যাননি তালিকা থেকে । শীতলকুচি ঘটনা নিয়ে সেই দিনই বিবৃতি দিয়েছিল নির্বাচন কমিশন । জানিয়েছিল, গুলি চালানোর মত ঘটনা ঘটেছিল আত্মরক্ষার প্রয়োজনে । যদিও সেই বিবৃতি নিয়ে জলঘোলা তৈরি হয়েছে অসমর্থিত এক ভাইরাল ভিডিয়ো প্রকাশের পর । নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ভিডিও ভুয়ো বলে দাবী করা হয়েছে । সেই সাথে রাজ্যে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান, ‘শীতলকুচিতে সেদিন যদি কেন্দ্রীয় বাহিনী না থাকত, সেক্ষেত্রে বুথ দখল হয়ে যেত।
এদিন বিকাশ দুবে জানিয়েছেন যে ভুয়ো ভিডিও প্রকাশিত হয়েছে, তার সাথে সেদিনের ঘটনার কোন মিল নেই । সেখানে দেখা গেছে, কেন্দ্রীয় বাহিনীর উপর কোনওরকম আক্রমণের ঘটনা ঘটেনি। এটা আদতে সত্যি নয় । তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যের কোথাও ভোট হোক সেটা নির্বাচন কমিশন চায় না। রাজ্যের সর্বত্র যদি কেন্দ্রীয় বাহিনীকে না দিয়ে রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে বুথ দখলের ঘটনা ঘটবে। নির্বাচন কমিশন তা কোনওভাবেই মেনে নেবে না।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…