দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা মহামারীর মধ্যে গঙ্গা দিয়ে অসংখ্য মৃত দেহ নিয়ে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গত কয়েকদিন ধরেই গঙ্গার স্রোতে ভেসে আসা লাশ নিয়ে রীতিমত গোটা বিশ্বে শোরগোল পড়ে গেছে । এবার সংবাদ সংস্থা রয়টার্সের নয়া রিপোর্টে উঠে এসেছে নতুন তথ্য ।
করোনার দ্বিতীয় ঢেউ প্রবাহে বেসামাল অবস্থা ভারতের । দৈনিক সংক্রমণের সংখ্যা তিন লাখের উপরে । মারা যাচ্ছেন চার হাজারের বেশী মানুষ । যদিও অনেকেই সন্দেহ করছেন, সরকারীভাবে করোনায় মারা যাবার যে সংখ্যা দেখানো হচ্ছে, বাস্তবে সেটি আরও কয়েকগুণ বেশী হতে পারে । এদিকে গঙ্গায় লাশ ভেসে আসার ঘটনা নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের নয়া রিপোর্টে জানানো হয়েছে, ১৪ মে একটি চিঠিতে কার্যত উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে , যাঁদের মৃতদেহ সৎকার করতে সমস্যা হয়েছে, তাঁদের দেহ স্থানীয়রা মাটির নিচে পুঁতে দিয়েছেন। এটি উত্তর প্রদেশের এক পুরনো ধর্মীয় প্রথায় সৎকার হয়েছে।
তবে, রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে যে, বালির চরে পুঁতে রাখা মৃত দেহ কিম্বা গঙ্গার স্রোতে ভেসে আসা বডিগুলো করোনা রোগীর হলেও হতে পারে । এর সঠিক ময়না তদন্ত না হলে কিছুই বলা যাবে না। এই দেহগুলি সম্ভবত কোভিড রোগীদের হলেও হতে পারে । এর ময়নাতদন্ত হবে। যদিও গাজিপুরে উদ্ধার হওয়া দেহগুলির ময়না তদন্তে জানা গিয়েছে, ৪ টি দেহের কোনওটিতেই ভাইরাসের চিহ্ন নেই। তবে এখানেও একটা প্রশ্ন থাকছে । যখন দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে, দেখা গেছে সেগুলি সঠিক পরীক্ষা করার মত অবস্থায় ছিল না। পচা গলা অবস্থায় পরীক্ষা করে করোনা আক্রান্ত ছিল কি না বের করা কঠিন । ফলে দেখগুলি কোনও কোভিড পজিটিভের কী না , তা নিয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।
এদিকে করোনা পরিস্থিতি নিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিলেন । সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথেও গঙ্গায় ভেসে আসা লাশ নিয়ে কথা হয় । সেখানে গঙ্গার তীরে একের পর এক মৃতদেহ পুঁতে দেওয়ার ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে যোগী প্রশাসন। জানা গেছে, একাধিক এলকায় গঙ্গার বুকে আপাতত ৩৪ টি টিম নামিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। জোরকদমে খোঁজ চলছে আরও এরকম মৃতদহে সৎকার হয়েছে কি না, সে বিষয়ে। আপাতত উত্তর প্রদেশের ১৮ টি ঘাটে চলছে নজরদারি। স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্সও এই নজরদারি কাজে যোগ দিয়েছে । আপাতত সিসিটিভি ও নদীরবক্ষে নজরদারি চালিয়ে ঘটনার কিনারা করতে চাইছে প্রশাসন।