দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে দালাল চক্রের হাতে নাজেহাল হন নি এমন মানুষ খুব কমই আছেন । একের পর এক নিয়ম পালন করার পরেও অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর । এবার সেই অসুবিধাগুলি দূর হতে চলেছে । আরটিও অফিস না গিয়ে কিম্বা লম্বা লাইনে না দাড়িয়েও ঘরে বসে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স ।
শুক্রবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক থেকে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সেখানে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আরও ১৮টি পরিষেবা পাওয়া যাবে । এই পরিষেবাগুলি পাবার জন্য পূর্বে সংশ্লিষ্ট আরটিও অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হত । এবার ঘরে বসেই অনলাইনে আবেদন করে সেই পরিষেবা পাওয়া যাবে । তবে বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত পরিষেবা আধার-প্রমাণীকরণ ভিত্তিক (Aadhaar Authentication) হতে হবে ।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অফসিয়াল টুইটারে বলা হয়েছে, “ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কিত কয়েকটি পরিষেবা সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে। এখন আরটিওতে না গিয়ে এই পরিষেবাগুলি পাওয়া যাবে। আধার প্রমাণীকরণের মাধ্যমে যে কেউ সুবিধা পেতে পারেন এই যোগাযোগহীন পরিষেবাগুলি। এতে নাগরিকদের বাড়তি চাপ হ্রাস করবে, এবং তাদের এই ঝামেলা মুক্ত পদ্ধতিতে পূর্বের থেকে অনেক সহজে সরকারী পরিষেবা পেতে সাহায্য করবে ।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে আরটিও অফিসের সামনে লাইনে না দাড়িয়েও শুধুমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে যে যে পরিষেবা পাওয়া যাবে সেগুলি এক নজরে দেখা যাক –
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…