দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নির্বাচন কমিশনের শাস্তি স্বরূপ নির্বাচনী প্রচার বন্ধের নির্দেশ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাহুল সিনহা । আজ কোনভাবেই প্রচার করতে পারবেন না তৃণমূল নেত্রী, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু প্রচারে নিষেধাজ্ঞা জারি করেও থামানো গেল না ‘বাংলার মেয়ে’কে । এবার নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশের প্রতিবাদ করে ধর্না শুরু করেছেন তিনি !
গোটা একটা দিনের জন্যে নির্বাচনী প্রচার করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন কমিশনের এই নির্দেশের প্রতিবাদে আজ গান্ধী মূর্তির পাদদেশে একাই ধর্নায় বসলেন তিনি । সেখানে তার কাছে কোন দলীয় পতাকা, বা ব্যানার নেই । তবে এই নীরব প্রতিবাদের সাক্ষী থাকছে তার গলার কালো রঙের উত্তরীয়, মুখের কালো মাস্ক, আর শাড়ির কালো পাড় ! সেখানে তার পাশে কোন দলীয় নেতা কর্মীদের উপস্থিতি নেই ।
নির্বাচন কমিশনের নির্দেশ একদিকে মেনে চলেছেন । সাংবাদিকদের সামনে কোন বক্তব্য রাখেন নি তিনি । মাঝে মাঝে ফোনে কথা বলার ফাঁকে এক মনে ছবি এঁকে চলেছেন তিনি । যদিও এই ধর্না মঞ্চে একটি ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে । তবে মমতা থাকবেন আর ভিড় হবে না ? সেখানে ভক্তদের এবং দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকলেও কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না কাউকেই ।
এদিকে বিরোধী দলের রাজ্য সভাপতি দাবী করেছেন, মমতা রাজ্যের যেখানেই যান, তার বক্তব্য উত্তেজনা সৃষ্টি করে । এমনকি কোচবিহারের শীতলকুচির ঘটনা আদতে তার উস্কানিমূলক বক্তব্যের খেসারত ! এই অবস্থায় পুরো নির্বাচন থেকেই তাকে ব্যান করার দাবী জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে । অন্যদিকে বিজেপির রাহুল সিনহা ইতিমধ্যে দুই দিনের প্রচার বন্ধ রাখার নির্দেশ পেয়ে গেছেন । অপর এক বিজেপি নেতা সায়ন্তন বসুও খুব ভাল জায়গায় নেই ।
আজ রাত ৮ টার পর মমতার উপর থাকে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উঠে যাবে । জানা গেছে, ৮টার পরেই ফের শুরু করবেন নির্বাচনী প্রচার । বারাসত এবং বিধাননগরে দলীয় প্রার্থী চিরঞ্জিত চ্যাটার্জি ও সুজিত বসুর হয়ে দুটি জনসভা করার কথা আছে তাঁর ।