দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা বিশ্বে বিজ্ঞানীরা সমীক্ষা করে দেখেছেন, সময়ের সাথে সাথে করোনা তার চারিত্রিক বৈশিষ্ট্য দ্রুত পরিবর্তন করে ফেলছে । ফলে প্রথম দিকে যে লক্ষনগুলি দেখে সহজেই অনুমান করা যেত, করোনা সংক্রমিত হয়েছে কি না, এখন সেই লক্ষনগুলি বদলে যাওয়ায় করোনা পজিটিভ কিনা বুঝতে সমস্যা হচ্ছে । যেমন, গত বছরে যখন করোনা সংক্রমণ প্রথম শুরু হয়, সেই সময় জ্বর, শ্বাস কষ্ট, কোন কিছুর স্বাদ-গন্ধ না পাওয়া-এইসব লক্ষন দেখে বোঝা যেত । কিন্তু সম্প্রতি জ্বর না এলেও করোনা আক্রান্ত হচ্ছে । এক্ষেত্রে, জ্বর না এলেও করোনা আক্রান্ত হয়েছে কি না কিভাবে বোঝা যাবে ?
যদি নিম্নলিখিত লক্ষনগুলি প্রকাশ পায় তাহলে দেরি না করে করোনা পরীক্ষা করান ।
১) অধুনা চীনের এক গবেষণায় দাবী করা হয়েছে। কেউ করোনায় সংক্রামিত হলে তার চোখ লাল বা গোলাপি বর্ণ ধারন করতে পারে । চোখ দিয়ে জল পড়তে পারে ।
২) কয়েকদিন ধরে একটানা কাশি করোনার লক্ষন হতে পারে । অনেকের ধূমপানের কারনে কাশি হয় । কিন্তু ধুম্পান ছাড়াও যদি কাশি থাকে, তাহলে করোনা টেস্ট করাতে হবে ।
৩) করোনায় আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে । দম নিতে সমস্যা করোনার অন্যতম উপসর্গ । করোনায় আক্রান্ত হলে দম নিতে কষ্ট হবে । মনে হবে শ্বাস প্রশ্বাস মাঝে মাঝে আটকে যাচ্ছে ।
৪) যদি বুকে ব্যাথা শুরু হয় তাহলে সেটি ভাল লক্ষন নয় । এধরনের রোগীকে অবিলম্বে হাসপাতালে নেওয়া উচিৎ ।
৫) আচমকা স্বাদ গন্ধ বন্ধ হয়ে গেলে বুঝতে হবে লক্ষন ভাল নয় । দেরি না করে চিকিৎসা শুরু করুন । কারন যত বেশী স্বাদ গন্ধ পাবেন না, বুঝতে হবে তত বেশী করোনা সংক্রামিত হচ্ছে ।
৬) অল্পেতেই ক্লান্তি চলে আসছে । কাজ করার ক্ষমতা আগের থেকে অনেক কমে গেছে । বুঝতে হবে, এই লক্ষন ভাল নয় ।
৭) হাল্কা কাশি, গলায় ব্যাথা আছে, ঠিক মত পেট পরিষ্কার হচ্ছে না, এইসব লক্ষন দেখা দিলে চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করুন। তবে চিকিৎসকদের পরামর্শ, পেট খারাপ হলেই হে করোনা হয়েছে, এই ধারনা ঠিক নয় ।
৮) জ্বর না এলেও মাঝে মাঝে সতর্কতামূলক গায়ের তাপমাত্রা মেপে দেখুন । তবে সবার আগে একটাই কাজ, সামাজিক দূরত্ব রক্ষা করে করোনা বিধি মেনে চলুন ।