৫ টাকায় ডিম-ভাত বনাম বিনে পয়সায় মাছ-ভাত! ভোটের বাজার সরগরম
৫ টাকায় ডিম-ভাত বনাম বিনে পয়সায় মাছ-ভাত! ভোটের বাজার সরগরম

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন । এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলি একের পর এক চমক দিতে শুরু করেছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ টাকায় ডিম-ভাত চালু করতে না করতেই বিজেপির পক্ষ থেকে চালু হল একেবারে বিনে পয়সায় মাছ ভাত ! বিধানসভা নির্বাচন ঘিরে কেউ কাউকে যে বিনা যুদ্ধে এক খণ্ড জমি ছাড়বে না এ স্পষ্ট।

গত সপ্তাহেই খুব জাঁকজমকের সাথে কলকাতায় চালু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘মায়ের রান্নাঘর’ । এই বাজারে যেখানে শুধু একটা ডিমের দাম ৫ টাকার বেশি, সেখানে মাত্র ৫ টাকা দিয়েই পাওয়া যাবে রান্না করা ডিম-ভাত । অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিও ৫ টাকার ডিম ভাতের বিপক্ষে নিয়ে এল মাছ-ভাত । আর সেটি একেবারে বিনামুল্যে !

৫ টাকার ডিম-ভাতের পাল্টা হিসাবে বিনে পয়সায় মাছ ভাত প্রকল্প চালু হল পূর্ব মেদিনীপুর জেলায় । আর বিজেপির এই কর্মসূচী ঘিরেই  পূর্ব মেদিনীপুর জেলায় রীতিমতো আড়োলন শুরু হয়েছে । সমাজের দুঃস্থ মানুষের কথা মাথায় রেখে জেলা বিজেপির পক্ষ থেকে এগরায় এই বিনে পয়সায় মাছ ভাত খাওয়ানোর ব্যবস্থায় ভাল সাড়া পাওয়া যাচ্ছে বলে খবর । সপ্তাহের প্রথম দিন সোমবার ভাত, আলু ভাজা, ডাল, মাছের ঝোল আর চাটনি দিয়ে মধ্যাহ্নভোজনের মাধ্যমে চালু করা হল এই কর্মসূচী ।

গেরুয়া শিবিরের এই কর্মসূচী নিয়ে শাসক দল তৃণমূল থেকে এখনও পর্যন্ত কেউ প্রতিক্রিয়া জানাননি । তবে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ টাকায় ডিমভাত প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য চালু করেননি। পাঁচ টাকায় ডিমভাত খেয়ে বাঁচছেন বহু মানুষ। কিন্ত বিজেপির পুরোটাই ভোটের জন্য ধোঁকাবাজি।বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজ্য সরকারের আমলে রাজনীতির কথা বলতে ভয় পান সাধারন মানুষ। আমরা সেই আড্ডা সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।  দিদি পাঁচ টাকায় ডিম ভাত খাওয়াচ্ছেন আর আমরা কোনও পয়সা না নিয়েই সমাজের দুঃস্থ মানুষদের জন্য মাছ ভাত খাওয়াবো। কারণ মাছ ভাতের সঙ্গেই বাঙ্গালির খাদ্য সংস্কৃতি জড়িয়ে রয়েছে।