দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা সুনামি এফেক্ট নির্বাচন কমিশনেও । আগামী ২ রা মে ভোট গণনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । মঙ্গলবার নির্বাচন কমিশনের আধিকারিকদের মিটিং ছিল গণনা সংক্রান্ত বিষয় নিয়ে । কিন্তু করোনার কারনে সেই বৈঠক হয়নি । এদিকে একের পর এক নির্বাচন কমিশনের কর্মী করোনা সংক্রামিত হওয়ায় তৈরি হয়েছে জটিলতা ।
আগামী ২রা মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা । কিন্তু করোনা আবহের মধ্যে সেই কাজটি অনেক কঠিন হয়ে পড়ছে। জানা গেছে, মঙ্গলবার ভোট গণনা সংক্রান্ত আলোচনা হবার কথা ছিল নির্বাচন আধিকারিক এবং CEO দপ্তরের মধ্যে। যদিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিটিং-এর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি ভেস্তে গেছে । এদিকে মাদ্রাজ হাইকোর্ট থেকে কড়া নির্দেশ রয়েছে, কোভিড বিধি মান্য না করে গণনার কাজ শুরু হলে গণনার কাজ বন্ধ করে দেওয়া হবে ।
মাদ্রাজ হাইকোর্টের প্রধান বাঙালি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গণনা কেন্দ্রে যদি নির্বাচন কমিশন কোভিড বিধি না মানে, যদি পর্যাপ্ত ব্যবস্থা না করে, তাহলে ২ মে গণনা প্রক্রিয়াই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেবে আদালত।’ গণনা কেন্দ্রে সঠিক নিয়ম বজায় রেখে যথাযথ ব্যবস্থা নিতে হবে । এই সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ৩০ এপ্রিল মাদ্রাজ কোর্টে জমাও দিতে হবে । সেই দিন গণনা সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মনে করা হচ্ছে এই নিয়েই বৈঠক ছিল কমিশনের।
সুত্রের খবর, CEO দপ্তরের বেশ কিছু কর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন । এরই মধ্যে উক্ত দপ্তরের আবদুল্লা নাসির নামে এক কর্মীর মৃত্যুও হয়েছে। এমনিতেই সেখানে করোনার কারনে হাজিরার সংখ্যাও অনেক কমে গেছে । এছাড়া নির্বাচন কমিশনের মুর্শিদাবাদের দুজন পর্যবেক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন । এই অবস্থায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…