দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শনিবার ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভিক্টোরিয়া স্মৃতিসৌধে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে উপস্থিত নরেন্দ্র মোদী এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ‘জয় শ্রীরাম’ শ্লোগান শুনে ক্রুদ্ধ হয়ে মঞ্চ ছেড়ে চলে যান । এবার লোকসভা সংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতিবাদ করলেন ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জয় শ্রীরাম’ শ্লোগান শুনে ক্রুদ্ধ হয়ে মঞ্চ ত্যাগ রাজনৈতিক মহলে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে । এক পক্ষ মনে করেন, নেতাজির মত একজন মহান ব্যাক্তির জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে এভাবে ‘রাজনৈতিক শ্লোগান’ দেওয়া মানে মুখ্যমন্ত্রীকে অপমান করা । সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মঞ্চ ত্যাগ সঠিক । অন্যদিকে কেউ কেউ মনে করেন, মমতার এভাবে মঞ্চ থেকে পালিয়ে আসা ঠিক নয় । এবার এই বিতর্কিত বিষয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খুললেন অভিনেত্রী এবং লোকসভা সংসদ নুসরত ।
राम का नाम गले लगाके बोले ना कि गला दबाके । 🙏
I strongly condemn shouting of political and religious slogans at Government Functions to celebrate legacy of Freedom Fighter Netaji Subhash Chandra Bose on his 125th birth anniversary celebrations. #SaveBengalFromBJP #Shame— Nussrat Jahan (@nusratchirps) January 23, 2021
নিজের টুইটার অ্যাকাউন্টে অভিনেত্রী জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে আমন্ত্রন করে অপমান করা একদম উচিত হয়নি । তার নিজের কথায়, “আমি মনে করি সরকারের কর্মসূচির মর্যাদাপূর্ণ হওয়া উচিত। এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয়। কাউকে আমন্ত্রণ করার পরে তাকে অপমান করা আপনার পক্ষে উপযুক্ত নয়। প্রতিবাদ হিসাবে আমি কিছুই বলব না,”। তবে অভিনেত্রী বাঙ্গালীর গর্ব নেতাজীকে নিয়ে কলকাতায় এই অনুষ্ঠান করার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন।
শনিবার বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ পরেই বক্তব্য রেখে মুখ্যমন্ত্রীকে ‘বেহেন মমতা’ বলে উল্লেখ করে ফের বক্তব্য শুরু করেছিলেন। এদিকে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী শনিবার ভিক্টোরিয়াতে ‘জয় শ্রী রাম’ শ্লোগানের প্রতিবাদ স্বরূপ মঞ্চ ত্যাগ করার প্রতিক্রিয়া হিসাবে তৃণমূল দল থেকে জানানো হয়েছে, “নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মবার্ষিকীতে ভারতের সরকারের অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়েছিল। কোনও সরকারি অনুষ্ঠানে এভাবে ‘জয় হিন্দ’ কিম্বা ‘জয় বাংলা’ না বলে বাংলাকে দূরে রাখার জন্য রাজনৈতিক শ্লোগান হিসাবে ‘জয় শ্রীরাম’ ব্যবহার করায় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন ।