দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কোনভাবেই করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না । ফের মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক বাসা বাঁধতে শুরু করেছে । ফিরে আসছে সেই বিভীষিকাময় দিনগুলির স্মৃতি ! এবার একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা লাখের কাছা কাছি । গত ২৪ ঘণ্টায় গোটা দেশে কোভিড পজিটিভ কেস ৯৩০৪৯ জন ।
করোনা নিয়ে ফের মাথা ব্যাথা শুরু হয়েছে । প্রায় প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটি থামাতে বা নিয়ন্ত্রন করতে না পারলে খুব শিগ্র আবার দেশ স্তব্ধ হয়ে যাবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে, গত এক দিনে করোনা গ্রাফ বেশ কিছুটা উদ্ধমুখী । বর্তমানে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, কেরল, ছত্তিশগড়, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং হরিয়ানায় উল্লেখযোগ্য হারে বেড়ে চলচ্ছে এই মহামারী সংক্রমণ ।
India reports 93,249 new #COVID19 cases, 60,048 discharges, and 513 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,24,85,509
Total recoveries: 1,16,29,289
Active cases: 6,91,597
Death toll: 1,64,623Total vaccination: 7,59,79,651 pic.twitter.com/026IX9OPtW
— ANI (@ANI) April 4, 2021
দৈনিক করোনা সংক্রমণের নিরিখে এখন শীর্ষে আছে মহারাষ্ট্র । কিছুদিন আগেই আশঙ্কা করা হয়েছিল, এই রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । যেভাবে সেখানে দিনের পর দিন করোনা আক্রান্ত হবার খবর মিলছে, তাতে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । এদিকে বেশকিছু রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে উন্মাদনা তুঙ্গে । এই অবস্থায় জনগনের মধ্যে করোনা নিয়ে সতর্কতার অভাব দেখা দিচ্ছে ।
গত কয়েকদিনের করোনা পরীক্ষার ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ । দেখা যাচ্ছে এই কয়দিনেই করোনা সংক্রমণের হার ৪.১১ শতাংশ থেকে বেড়ে ৪.৪৮ শতাংশ হয়ে গিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা মুক্ত হয়েছে, ৬০০৪৮ জন । সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা লাখের কাছে যাওয়া চিন্তা বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের ।