দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার নাজেহাল ভারতীয় ক্রিকেট বোর্ড । করোনা সংক্রমণের থাবা পড়েছে বিশ্বের জনপ্রিয় খেলা আইপিএলে । একের পর এক ক্রিকেটার কোভিড ১৯ এর শিকার হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। BCCI এর পক্ষ থেকে অবশেষে জানিয়ে দেওয়া হল, আইপিএল আর চালানো সম্ভব হচ্ছে না । আপাতত স্থগিত রাখা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ।
ভারতে করোনা সংক্রমণ লাগামছাড়াভাবে বৃদ্ধি পেয়েছে । কড়া সতর্ক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও করোনা সংক্রমণ থেকে রক্ষা পেলেন না ক্রিকেটাররা । আইপিএলের বেশ কিছু ক্রিকেটারের করোনা পজিটিভ আসার পর আর ঝুঁকি নিতে রাজী হল না ভারতীয় ক্রিকেট বোর্ড । বিসিসিআই-এর পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআই-কে রাজীব শুক্ল বলেছেন, “এ বারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।”
এদিকে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারন করায় এবারের আইপিএলে অংশ নেওয়া একাধিক বিদেশী ক্রিকেটার আর খেলতে রাজী নন বলে জানা গেছে । ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে । মঙ্গলবার জানা গিয়েছে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছেন।
IPL suspended for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI#COVID19 pic.twitter.com/K6VBK0W0WA
— ANI (@ANI) May 4, 2021
করোনা থেকে মুক্ত রাখতে প্রথমে জানা গিয়েছিল মুম্বইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে আইপিএল-এর ম্যাচ। কিন্তু নাইট রাইডারসের দুই জন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর আতঙ্ক তৈরি হয়ে দিল্লি ক্যাপিটালস দলেও। ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের দল নিয়েও চিন্তা রয়েছে। সুত্রের খবর, করোনার করাল গ্রাস থেকে নিজেদের বাঁচাতে চেন্নাই দল সহ আরও ৬ টি দল কড়া নিভৃতবাসে থাকতে বাধ্য হয়েছে। এই অবস্থায় আইপিএলকে এগিয়ে নেওয়া মানেই মারাত্মক ঝুঁকি নেওয়া । অন্যদিকে বিদেশী বেশী কিছু ক্রিকেটার ভারত ছেড়ে নিজের দেশে ফিরতে চাইছেন । ফলে BCCI র পক্ষে আর আইপিএল চালানো সম্ভব হল না । আপাতত ক্রিকেটারদের আইপিএল ছেড়ে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।