দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যতই বলুক ‘আমি ৭৭ জনের নই, রাজ্যের দুই কোটি ২৭ লাখ মানুষের প্রতিনিধি হিসাবেই লড়াই করব’, এই হুংকারে পাত্তা দিতে নারাজ পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র । একসময় মেদিনীপুর মানেই ছিল অধিকারী পরিবার । কিন্তু এখন দিন বদলেছে। তাই শুভেন্দুকে নিয়ে মোটেই চিন্তা বাড়ছে না । অভিমত সৌমেনের ।
গত এক দশক ধরে ‘অধিকারী দুর্গ’ হিসাবে নাম উঠেছে পূর্ব মেদিনীপুরের । লোকসভা সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পৌর শাসক, জেলা সভাপতি সবই ছিল অধিকারী পরিবারের । এখন দিন পাল্টেছে । আগে তৃনমূলের ছত্রছায়ায় থাকলেও, গেরুয়া শিবিরে যোগদানের পর সেখানে অধিকারী পরিবারের ক্ষমতা কমে গেছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব । যদিও এবারের নির্বাচনে ১৬ টি আসনের মধ্যে গেরুয়া শিবির ৭টি ছিনিয়ে নিয়েছে ।
সোমবার রাজ্যের পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র । কিন্তু সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইবেন, এলাকার কর্তৃত্ব ফিয়ে পেতে । রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ধারনা করছেন, সেখানে এমনিতেই ৭টি আসনে জয়লাভ করে ভাল অবস্থানে আছে বিজেপি । এই অবস্থায় সেখানে কর্তৃত্ব কায়েম করা মোটেই সহজ হবে না শাসক দলের কাছে ।
তবে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র এবং রাজ্যের মন্ত্রী এই বিষয়কে মোটেই পাত্তা দিতে চাইছেন না । মন্ত্রী হিসাবে শপথ নেবার পরেই তিনি জানিয়ে দিলেন, ”শুভেন্দুর বিষয়ে মোটেই চিন্তিত নয় তৃণমূল। যে কেউ বিরোধী দলনেতা হতে পারেন। শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছেন বলে বিজেপি-র লোকেরা খুশি হতে পারেন। কিন্তু এতে তৃণমূলের কিছুই যায় আসে না।”
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…