দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ এতদিন কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে জোর সওয়াল করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । এবার রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজের নাম লেখাবেন যদি সুযোগ পান – এমনটাই জানালেন তিনি ।
রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বাস্থ্য সাথী এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । এমনকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবারের সদস্যরাও এই স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়েছেন । এই অবস্থায় এবার সম্পূর্ণ উল্টো সুরে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, তিনি স্বাস্থ্য সাথী কার্ডের বিপক্ষে নন, বরং সুযোগ পেলে তিনি নিজেও এই স্বাস্থ্য সাথী কার্ড করাবেন বলে জানিয়েছেন ।
বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের সকল প্রান্তের মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে । তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের প্রতি পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার পরিষেবা মিলবে । সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথির কার্ড দেখালেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এমনকী দিল্লির এইমস ও ভেলোরেও কার্ডের সুবিধা মিলবে।
প্রধান বিরোধী দল বিজেপি ছাড়াও অন্যান্য বিপক্ষ দলগুলি সমালোচনা করতে ছাড়েনি রাজ্য সরকারের এই প্রকল্পকে । কিন্তু বাস্তবে মুখে যে যাই ববলুক না কেন, একে একে প্রায় সকলেই এই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা পাবার জন্য কার্ড করার জন্য লাইনে দাঁড়াচ্ছেন । এতদিন কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ নিয়েই প্রধান বিরোধী দল বিজেপি শাসক দলের সমালোচনা করেছেন । কিন্তু এবার ‘স্বাস্থ্যসাথী’র ‘সুফল’ হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবিরের নেতাদের অনেকেই। স্বাস্থ্যসাথীর কার্ডই নিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতির পরিবার।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের আদি বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে।সেখানে তাঁর মা এবং ভাই ও ভাইয়ের পরিবার থাকেন । ভাই হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। খুড়তুতো ভাই সুকেশ ঘোষ জেলা বিজেপির সহ-সভাপতি। জানা গেছে ঝাড়গ্রামে কুলিয়ানায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির আত্মীয়রা স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পেয়েও গিয়েছেন। তাঁর ভাইয়ের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে স্বাস্থ্যসাথীর ক্যাম্পে হাজির হয়ে কার্ড করিয়েছেন। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে জানালেন, ‘আমি স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধিতা করছি না। কিন্তু আমি এই লুঠেরা সরকারের প্রতারণার বিরোধী। সরকারের সমালোচনা আমি করবই। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করব।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…