দ্য আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন । অনেকেই মনে মনে ভাবছেন এবার বুঝি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে ! আর প্রশ্ন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন ? কিন্তু এবার প্রকাশ্য দলীয় কর্মসুচিতে বিজেপির নেতার মুখ থেকে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে দিলীপ ঘোষের নাম উঠে আসায় রীতিমত শোরগোল শুরু হয়েছে ।
বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান রাজ্য বিজেপিকে বেশ খানিকটা বাড়তি অক্সিজেন যুগিয়েছে । কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসাবে দেখছে । দলের মধ্যেই কানাঘুষো চলছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ কে হতে চলেছেন সেই বিষয়ে । এর মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দলের কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ‘রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ’, মন্তব্য করায় জল্পনা শুরু হয়েছে ।
বিগত লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি অভূতপূর্ব ফল পাওয়ায় বিধানসভা নির্বাচনের মাধ্যমে শাসক দল তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছে । যতদূর জানা গেছে, এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নির্বাচন করা হবে সে বিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি, তারপর দলীয় কর্মসুচিতে সৌমিত্র খাঁ এর মত হেভিওয়েট নেতার মুখ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে দিলীপ ঘোষের নাম উঠে আসায় বিস্মিত সকলে ।
সৌমিত্র খাঁর এই মন্তব্যের পরেই বিজেপির মধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে । তিনি জেনেশুনেই কি এই মন্তব্য করেছেন, না কি পছন্দের নাম বলতে গিয়ে দিলীপ ঘোষের নাম বলেছেন তাই নিয়ে ধন্দ শুরু হয়েছে । ব্যক্তিগত পছন্দের কথা বলতে গিয়েই সৌমিত্র খাঁ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি রাজ্য সভাপতির নাম মুখে এনেছেন বলে মনে করছেন দলের একাংশ।
উল্লেখ্য সোমবার দাঁতনে যুব মোর্চার একটি সভায় যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেখানে নয়া বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দেবার পাশাপাশি আগামী দিনে তৃণমূলের ভাঙনের প্রধান সেনাপতি হিসাবে তাঁর নাম উল্লেখ করেন । সেই সাথে দিলীপ ঘোষের নাম আগামী মুখ্যমন্ত্রী হিসাবে উল্লেখ করেন তিনি । এখনও পর্যন্ত সৌমিত্র খাঁ-এর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা কোন অভিমত প্রকাশ করেন নি ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…