দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দিকে বিপক্ষে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ! নিজেদের বিতর্কিত মন্তব্যের জেরে দুই জনেই বিখ্যাত । এবার বিধানসভা নির্বাচনের জন্য ঘোষবাবুকে ‘শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী’র আখ্যা দেওয়া হল !
রাজ্যে পঞ্চম দফা ভোট গ্রহণ পর্ব শেষ । একদিকে করোনা অন্যদিকে নির্বাচনী প্রচারে ওষ্ঠাগত রাজ্যবাসী ! নির্বাচনকে কিভাবে একটা উৎসবে রূপান্তর করা যায় গোটা বিশ্বে তার একমাত্র উদাহরণ পশ্চিমবাংলা ! করোনার সংক্রমণ ভীতি এই নির্বাচনী উৎসবমুখরতাকে থামাতে পারেনি । এরই মধ্যে তৃণমূলের ‘খেলা হবে’ গানের স্রস্টা দেবাংশু ভট্টাচার্য জানিয়ে দিলেন দিলীপ ঘোষ এই শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী !
২০২১ শের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ কথাটি একেবারে ট্রেডমার্ক হয়ে গেছে । শাসক দলের এই ‘খেলা হবে’ কিম্বা ‘ভাঙ্গা পায়ে খেলা হবে’ (মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার পর) গেরুয়া বাহিনীর ‘জয় শ্রীরাম’ স্লোগানকে পিছনে ফেলে দিয়েছে। এরই মধ্যে গেরুয়া দলের রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, যিনি কিনা গরুর দুধ থেকে সোনা পাবার সম্ভবনার প্রবক্তা ! তাকে সেরা বিজ্ঞানীর আখ্যা দিয়ে বসলেন দেবাংশু ! জানিয়ে দিলেন, “উনি এমন একজন বিজ্ঞানী যাঁকে টাকা দিয়ে ইসরো পুষতে পারেনি। নাসা থেকে ডাক পেয়েছেন। ভোটে হারার পর যাবেন কি না ভাববেন।”
এছাড়া নরেন্দ্র মোদীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েন নি ‘খেলা হবে’র স্রস্টা । MODI নামের অক্ষরগুলি ভেঙ্গে তার অর্থ বের করে ফেলেছেন তিনি । জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আড়ালে আড়ালে পাপ কাজ করেন । মোদী নামের অর্থ বিশ্লেষণ করলে সেটি দাঁড়াবে “মার্ডারার অফ্ ডেমোক্রেটিক ইন্ডিয়া।”