মনোনয়ন পত্র জমা ঘিরে ব্যারাকপুরে ধুন্দুমার ! ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মনোনয়ন পত্র জমা ঘিরে ব্যারাকপুরে ধুন্দুমার ! ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র উদ্ধার

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ষষ্ঠ দফার মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্দুমার কাণ্ড । আজ সকাল থেকেই ব্যারাকপুর মহাকুমা চত্বরে ছিল উত্তেজনা । দুপুর দেড়টার পর বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের মনোনয়ন জমা দেবার পরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ । পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে । এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন গ্রেপ্তার হয়েছে ।

রাজ্য বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে । বিশেষ করে শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেই আছে । আজ ব্যারাকপুর মহাকুমা দপ্তরে ষষ্ঠ দফার জন্য মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল । সকাল থেকেই ব্যারাকপুরের পরিস্থিতি গরম ছিল । প্রথমে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় । এরপর বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে ।

প্রথমে রাজ চক্রবর্তী মনোনয়ন পত্র জমা দিতে গেলে মহাকুমা শাসকের দপ্তরের প্রবেশ প্তহেই তৃণমূল-বিজেপির কথা উত্তপ্ত বাদানুবাদ এবং সেখান থেকে হাতাহাতি শুরু হয় । একদিকে মনোনয়ন পত্র জমা হতে থাকে অন্য দিকে বাইরে দুই পক্ষের সংঘর্ষ । দুই পক্ষই একে অন্যের দিকে পাথর ছুড়তে থাকে । লাঠি নিয়ে তেড়ে যেতেও দেখা যায় অনেককে । ভাঙচুর চালানো হয় মহাকুমা দপ্তরের সামনে থাকা প্রচুর গাড়িতে ।

সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে উপস্থিত ছিল । কিন্তু দুই পক্ষের সংঘর্ষ কোনভাবেই এড়ানো সম্ভব হয়নি । রাজ চক্রবর্তীর পর বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় মনোনয়ন পত্র জমা দিতে গেলে দুপুর দেড়টা নাগাদ ফের সংঘর্ষ শুরু হয় । এই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনাস্থলে একটি ওয়ান শাঁটার উদ্ধার করা হয়েছে ।