ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডের দেবাঞ্জন শাসক দলের আইটি সেলের সাথে যুক্ত ছিল, দাবী করলেন দিলীপ !
ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডের দেবাঞ্জন শাসক দলের আইটি সেলের সাথে যুক্ত ছিল, দাবী করলেন দিলীপ !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেবকে ঘিরে। এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবী করলেন, দেবাঞ্জন শাসক দলের আইটি সেলের আহ্বায়ক ছিলেন! ফলে তৃনমূলের সাথে যে দেবাঞ্জনের যে ভালই যোগাযোগ ছিল, সে কথা দিলীপ ঘোষ প্রমাণ করতে চাইছেন ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে জড়িত দেবাঞ্জনের ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষী অরবিন্দ বৈদ্যকে হেপাজতে নেওয়া হয়েছে । গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে তুলে আনে । পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে, অরবিন্দের কথায় বেশ কিছু অসঙ্গতি মিলেছে । এদিকে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের শাসক দল তৃনমূলের সাথে দেবাঞ্জনের জড়িত থাকার কথা সরাসরি দাবী করায় রাজনৈতিক উত্তেজনার পারদ আরও এক ধাপ বেড়ে গেছে ।

সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ জানিয়েছেন, “দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন।” এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে জড়িত দেবাঞ্জনের সাথে তৃনমূলের সাথে কোন যোগ নেই । এমনকি তিনি দেবাঞ্জনকে ‘সন্ত্রাসবাদী’র সাথেও তুলনা করেছিলেন ।

উল্লেখ্য, ভ্যাক্সিন কাণ্ডে জড়িত থাকার অনেক আগে থেকেই দেবাঞ্জন জালিয়াতিতে নিজের হাত পাকিয়েছিল । বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, কলেজ লাইফ থেকেই সে জালিয়াতি শুরু করে । এমনকি তার নিজের কলেজ শিক্ষকও তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।  দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অধ্যাপককে সিনেমায় অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ঐ শিক্ষক । এছাড়া, তার সহপাঠীদের কাছ থেকেও বিভিন্নভাবে প্রতারনা করা টাকা হাতানোর খবর পাওয়া গেছে।