মাস্ক মুখে না দিয়ে চৌকাঠ পার হলেই বিপদ ! নয়া নির্দেশিকা প্রকাশ নবান্ন থেকে
মাস্ক মুখে না দিয়ে চৌকাঠ পার হলেই বিপদ ! নয়া নির্দেশিকা প্রকাশ নবান্ন থেকে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দিন যত এগুচ্ছে ততই রাজ্যের ভয়াবহ করোনা চিত্র উঠে আসছে । এই অবস্থায় ফের কড়া নির্দেশিকা জারি করা হল নবান্ন থেকে । করোনা সংক্রমণ মোকাবিলায় এবার থেকে ঘরের বাইরে বের হলেই মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক । শনিবার নবান্ন থেকে জানানো হয়েছে, মাস্কছাড়া কাউকে পেলে বিপর্যয় মোকাবিলা আইন মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে ।

দেশের করোনা চিত্র দেখে শিউরে উঠেছে গোটা পৃথিবী । একদিকে হাসপাতালে পর্যাপ্ত শয্যা নেই, অক্সিজেনের অভাবে অসহ্য যন্ত্রণা নিয়ে প্রতিদিন মারা যাচ্ছে মানুষ । এদিকে টিকাকরন নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে । বারবার সংবাদপ্রত্র, সংবাদমাধ্যম থেকে শুরু করে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে করোনাবিধি লঙ্ঘন করা দস্তুর হয়ে পড়েছে । এবার সেই সব মানুষের জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যসরকার । মাস্কবিহীন অবস্থায় বারির বাইরে কাউকে পেলে আইনি পদক্ষেপ নেবার নির্দেশিকা জেলাপ্রশাসনের কাছে শনিবার পাঠিয়ে দেওয়া হল ।

প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, নতুন করে আক্রান্ত হচ্ছে লাখে লাখে । কিন্তু এক শ্রেনির মানুষের কোন হেলদোল দেখা যাচ্ছে না । পথে-ঘাটে, হাটবাজারে কোনরকম সামাজিক দূরত্ববিধি মেনে চলা দুরের কথা, মুখে সামান্য মাস্কটুকু পরতেও অনীহা । এই অবস্থায় নবান্ন থেকে প্রকাশিত নিরদেশিকায় জানানো হয়েছে, জনবহুল এলাকায় কাজের জন্য কেউ বাইরে বের হলে মাস্ক পড়া ও শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

এদিকে রাজ্যে এখনও দুই দফা নির্বাচন বাকী । কলকাতা হাইকোর্টের ভৎর্সনা কিম্বা নির্বাচন কমিশনের হুশিয়ারি কোনাটাই দমাতে পারছে না রাজনৈতিক নেতাদের । প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক নেতার নামে একের পর এক বিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়ছে । অথচ, কমিশন শুধুমাত্র নির্দেশিকা জারি করেই নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠে আসছে। শনিবার রাজ্য স্বাস্থ্যবুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। যার মধ্যে কলকাতায় একদিনে আক্রান্ত ২,৯৭০ জন এবং উত্তর ২৪ পরগনায় ২,৮২১ জন।