দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা জানালেন, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় যশ (Yaas) এর প্রভাবে রাজ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে । পরবর্তীকালে এই অংক আরও বাড়তে পারে । রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণ কাজের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন তিনি ।
যশ (Yaas)র তাণ্ডবে রাজ্যের পূর্বমেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ভরা কোটালের জোয়ারের মধ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় । অসংখ্য বাঁধ ভেঙ্গে লোনা জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে । প্লাবিত হয়ে যায় একের পর এক গ্রাম । বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন । সেখানে জানান, এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবেন । তারপর প্রকৃত তথ্য দেওয়া যাবে । ফলে এই ক্ষতির অংক আরও বাড়তে পারে বলে জানিয়েছেন । প্রাথমিকভাবে ত্রাণ কাজ চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি ।
আজ যশ (Yaas) এর প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে খবর, প্রথমে সাগর পরিদর্শন করে দক্ষিন ২৪ পরগনার সন্দেশখালি যাবেন তিনি । সেখান থেকে পূর্বমেদিনীপুরের দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি । সেখান থেকে সোজা কলাইকুণ্ডায় বিমান ঘাটিতে । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ঘূর্ণিঝড় নিয়ে বৈঠক হবার কথা ।
এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেন, যশ (Yaas) র কারনে প্রকৃত যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সাহায্য করা হবে । গত বছর আম্ফানের ত্রাণ নিয়ে দুর্নীতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে সংশ্লিষ্ট মহলের ধারনা । ঠিক এই কারনেই ত্রাণ নিয়ে আগামী দিনে যাতে কোন অভিযোগ না ওঠে, তার জন্য রাশ নিজের হাতে রাখছেন । বৃহস্পতিবার তিনি জানিয়ে দেন, ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চলবে দুয়ারে ত্রাণ কর্মসূচি। ক্ষতিগ্রস্তদের আবেদন অনুযায়ী খতিয়ে দেখা হবে । এরপর তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে । গতবছরের কাটমানির মত ঘটনা এভাবে এড়ানো যাবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…