দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নতুন করে ফের করোনা সংক্রমণ শুরু হয়েছে গোটা দেশে । গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৭ হাজার । এটি গত চারমাসের হিসাবে নয়া রেকর্ড । এরই মধ্যে রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে । ভোট প্রচার ছাপিয়েও এখন আলোচনার বিষয়বস্তু ফের লকডাউন ঘোষণা হতে পারে কি না তাই নিয়ে । সবচেয়ে নাজুক পরিস্থিতি কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ।
রাজ্য বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে । প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভোট প্রচারে ব্যস্ততা একেবারে তুঙ্গে । প্রচারের সময় মিছিল বা মিটিং-এ সঠিকভাবে করোনাবিধিকে মান্যতা দেবার চিন্তা কারও মাথায় নেই । এদিকে বাস, ট্রেনের যাত্রীদের মধ্যেও যথেষ্ট সচেতনতার অভাব দেখা যাচ্ছে । গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২২ জন । অথচ একদিন আগে সেই সংখ্যা ছিল ৩৫০ । এই পরিসংখ্যান আরও চিন্তা বাড়িয়ে তুলেছে ।
গোটা দেশের সাথে রাজ্যেও করোনা টিকাকরনের কাজ চলছে পুরোদমে । অথচ করোনা সংক্রমণের সংখ্যা হ্রাস পাবার কোন চিহ্ন দেখা যাচ্ছে না । বরং দিন দিন সেটি বেড়েই চলেছে । এই মুহূর্তে কলকাতা শহরের অবস্থা সব থেকে বেশি ভয়াবহ । গতকাল রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ২০,৬৬৫ জনের শরীরে । দেখা গেছে ৬.৪৮ শতাংশ নমুনার রেজাল্ট পজিটিভ । বিশেষজ্ঞদের মতে এটি যথেষ্ট উদ্বেগজনক !
নতুন করে করোনা সংক্রমণের কারনে শহর কলকাতার বেশ কিছু স্কুলে শিক্ষক এবং পড়ুয়াদের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । ফলে ফের স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেবার চিন্তা করা হচ্ছে । এই মুহূর্তে কোন সামাজিক অনুষ্ঠানে করোনা বিধিকে মান্যতা দিয়ে নিমন্ত্রিতদের সংখ্যা ধরা বাঁধা নিয়মের মধ্যে রাখা হচ্ছে না । রাস্তা ঘাটে অনেককেই দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই ঘুরতে ।
সামনেই ভোট । এই মুহূর্তে রাজ্যে লকডাউন ঘোষণা করা একেবারেই অসম্ভব বলে মেনে নিচ্ছেন নির্বাচন কমিশন এবং প্রশাসন – দুই পক্ষই । বিশেষজ্ঞরা ধারনা করছেন, এই রকম পরিস্থিতিতে সরকারীভাবে কড়া পদক্ষেপ না নিলে ফের করোনার দ্বিতীয় তরঙ্গ অচিরেই আছড়ে পড়বে । সেক্ষেত্রে ফের লকডাউনের পথে হাঁটা ছাড়া অন্য উপায় থাকবে না ।