দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে । এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৭৮৩ জন । পাশাপাশি মৃত্যু হয়েছে ৭ জনের । এই অবস্থায় করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেবার প্রস্তুতি চলছে । আগামী দুই দিনের মধ্যে সরকারী অফিসগুলিতে অর্ধেক হাজিরার নিয়ম চালু হতে চলেছে !
রাজ্যে চলতি মাস থেকেই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী । এই অবস্থায় প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ একদিকে নির্বাচনী প্রচার অন্যদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রন । এই অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারী অফিসগুলিতে হাজিরার ক্ষেত্রে লাগাম টানতে চলেছে প্রশাসন । ইতিমধ্যে আগামী দুই দিনের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী এবং বেসরকারি হাসপাতালগুলিকে করোনা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে ।
নবান্ন সুত্রে জানা গেছে, রাজ্যে যেভাবে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে তাতে সরকারী অফিসে হাজিরার উপর কড়াকড়ি নিয়ম চালু করা হবে । গতবছর লকডাউনের পর ৫০ শতাংশ কর্মচারীদের অফিস করতে নির্দেশ দেওয়া হয়েছিল । সেই নিয়মে কিছুটা হলেও করোনা নিয়ন্ত্রনে আসে । এই মুহূর্তে ফের করোনা যেভাবে মাথা চাড়া দিয়েছে, তাতে সেই পুরানো নিয়মেই ফিরতে চাইছে প্রশাসন ।
এই মুহূর্তে কলকাতা রাজ্যের মধ্যে সবথেকে বেশি এগিয়ে । দুই পরগনার করোনা পরিস্থিতিও বেশ উদ্বেগজনক । জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হাইকোর্ট চত্বরে যতটা সম্ভব মানুষের আনাগোনা নিয়ন্ত্রন করতে চাইছে । এছাড়া গত বছর লকডাউন পর্যায়ে যেভাবে আগে থেকেই মামলা সিলেক্ট করে নিয়ে আইনজীবীদের সংখ্যা কমানো হয়েছিল, সেই নিয়ম ফের চালু করা যায় কিনা সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…