করোনার বাড়াবাড়ি ! সরকারী অফিসে অর্ধেক হাজিরার নির্দেশ আসতে চলেছে
করোনার বাড়াবাড়ি ! সরকারী অফিসে অর্ধেক হাজিরার নির্দেশ আসতে চলেছে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে নির্বাচনী প্রচার তুঙ্গে । এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৭৮৩ জন । পাশাপাশি মৃত্যু হয়েছে ৭ জনের । এই অবস্থায় করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেবার প্রস্তুতি চলছে । আগামী দুই দিনের মধ্যে সরকারী অফিসগুলিতে অর্ধেক হাজিরার নিয়ম চালু হতে চলেছে !

রাজ্যে চলতি মাস থেকেই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী । এই অবস্থায় প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ একদিকে নির্বাচনী প্রচার অন্যদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রন । এই অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারী অফিসগুলিতে হাজিরার ক্ষেত্রে লাগাম টানতে চলেছে প্রশাসন । ইতিমধ্যে আগামী দুই দিনের মধ্যে রাজ্যের সমস্ত সরকারী এবং বেসরকারি হাসপাতালগুলিকে করোনা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে ।

নবান্ন সুত্রে জানা গেছে, রাজ্যে যেভাবে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে তাতে সরকারী অফিসে হাজিরার উপর কড়াকড়ি নিয়ম চালু করা হবে । গতবছর লকডাউনের পর ৫০ শতাংশ কর্মচারীদের অফিস করতে নির্দেশ দেওয়া হয়েছিল । সেই নিয়মে কিছুটা হলেও করোনা নিয়ন্ত্রনে আসে । এই মুহূর্তে ফের করোনা যেভাবে মাথা চাড়া দিয়েছে, তাতে সেই পুরানো নিয়মেই ফিরতে চাইছে প্রশাসন ।

এই মুহূর্তে কলকাতা রাজ্যের মধ্যে সবথেকে বেশি এগিয়ে । দুই পরগনার করোনা পরিস্থিতিও বেশ উদ্বেগজনক । জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হাইকোর্ট চত্বরে যতটা সম্ভব মানুষের আনাগোনা নিয়ন্ত্রন করতে চাইছে । এছাড়া গত বছর লকডাউন পর্যায়ে যেভাবে আগে থেকেই মামলা সিলেক্ট করে নিয়ে আইনজীবীদের সংখ্যা কমানো হয়েছিল, সেই নিয়ম ফের চালু করা যায় কিনা সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে ।