দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা পরিস্থিতি সুনামির মত দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা দেশে । এই অবস্থায় একদিকে হাসপাতালে বেডের অভাব, প্রয়োজনীয় ঔষধের যোগান কম, কিম্বা অক্সিজেনের জন্য হাহাকার ছাড়াও করোনা ভ্যাক্সিনের দাম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল । অবশেষে সুখবর শোনাল, কোভিশিল্ডের প্রস্তুত কারী সংস্থা সিরাম (Serum Institute of India)। তারা জানিয়েছে, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে তাদের ভ্যাক্সিনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে, সিরামের পক্ষ থেকে তাদের ভ্যাক্সিন ‘কোভিশিল্ড’-এর দাম কমাচ্ছে । আগে যে ভ্যাক্সিন ৪০০ টাকায় কিনতে হচ্ছিল, এবার থেকে সেটির দাম ৩০০ টাকা করা হয়েছে । সিরামের সিইও Adar Poonawalla জানিয়েছেন , “দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কমানো হল কোভিশিল্ডের দাম। যা আগে ৪০০ টাকায় কিনতে হচ্ছিল তা পাওয়া যাবে ৩০০ টাকায়। এতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকা বেচে যাবে।” মানুষের কথা ও দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই কমানো হল ভ্যাকসিনের দাম।
As a philanthropic gesture on behalf of Serum Institute of India, I hereby reduce the price to the states from Rs.400 to Rs.300 per dose, effective immediately: Adar Poonawalla pic.twitter.com/p8G4jIEKfL
— ANI (@ANI) April 28, 2021
ভারতের মত বিশাল জন্সংখ্যার দেশে এখনও বহু মানুষ আছেন যাদের টিকাকরন বাকী রয়েছে । অথচ এই দুর্দিনে সবচেয়ে বড় ভরসা কোভিড ভ্যাক্সিন। করোনা ভ্যাক্সিন নেওয়া থাকলে মানুষের শরীরে ভাইরাসের প্রভাব কম হচ্ছে। মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব মানুষকে। তিন ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথমে ৬০ বা তাঁর বেশি বয়স্ক মানুষ, তারপর ৪৫ বছরের বেশি মানুষ। এবার চালু হয়েছে ১৮ বছরের উর্দ্ধে সকলকে টিকাকরণের ব্যবস্থা । এই অবস্থায় করোনা ভ্যাক্সিনের দাম কম করার ঘোষণা স্বস্তি এনে দিল সব রাজ্যই।
সিরামের পক্ষ থেকে কেনই বা বেশী দাম ধরা হয়েছিল, আবার কেনই বা ফের কমিয়ে দেওয়া হল ? এই বিষয়ে অনেকেই ধারনা করছেন, কোভিশিল্ড ভ্যাক্সিনের কাঁচামাল আমেরিকা থেকে আসত । কিন্তু আচমকা আমেরিকা কাঁচামাল রপ্তানি বন্ধ করায় বিপাকে পড়ে সংস্থা । হয়ত অন্য কোন দেশ থেকে বেশী দামে কাঁচামাল কেনার জন্যই দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছিল । সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে মোদীর ফোনালাপের পরেই আমেরিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় । ফলে সিরামের পক্ষ থেকেও দাম কমানোর ঘোষণা করতে বাধা থাকল না । তবে ঘটনা যাই হোকনা কেন, পরোক্ষভাবে হলেও এই দাম কমানোর পিছনে সেই ‘মোদী’ ।