চলতি মাসেই ভারত থেকে করোনা ভ্যাকসিন যাচ্ছে বাংলাদেশে
চলতি মাসেই ভারত থেকে করোনা ভ্যাকসিন যাচ্ছে বাংলাদেশে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভারতে শুরু হতে চলেছে করোনা ভ্যাকসিন প্রক্রিয়া । দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে প্রথম দফার ভ্যাকসিন । এর মধ্যে প্রতিবেশী দেশ বাংলাদেশে আগামী ২৫ শে জানুয়ারির মধ্যে ভারতীয় ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

দীর্ঘদিন গোটা দেশ লকডাউনের কড়া নিয়ম জালে বন্দী থাকার পর কিছুদিন হল মানুষ স্বাভাবিক কাজ কর্ম শুরু করেছে । আতঙ্কের মধ্যেই আশার আলো জ্বেলে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া । ভারতেও তৈরি হচ্ছে করোনা ভ্যাকসিন । ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন অনেক দেশের পাশাপাশি বাংলাদেশকেও ভরসা দিছে । বাংলাদেশ স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়েছে, আগামী ২৫ শে জানুয়ারির মধ্যে টিকা যাবে বাংলাদেশে!

বাংলাদেশে করোনা ভ্যাকসিন আমদানি নিয়ে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের আধিকারিক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সংবাদ সম্মেলনে জানান, ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা আগামী ২৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার। তিনি আরও জানিয়েছেন, বেক্সিমকো ফার্মা আমাদের জানিয়েছে, আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এই টিকা বাংলাদেশে আসবে। তারপর তালিকা তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হবে সেই ভ্যাকসিন ।

সুত্রের খবর, বাংলাদেশে প্রথম দফায় কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। এরপর তালিকা তৈরি করে টিকা দেওয়ার কাজ শুরু হবে । তালিকায় নাম থাকা ব্যাক্তিদের ৮ সপ্তাহ ব্যবধানে দ্বিতীয়বার টিকা দেওয়া হবে । ভারতের মত বাংলাদেশেও কর্মরত সরকারি-বেসরকারি পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হবে ।

ভারত ছাড়াও বাংলাদেশ অন্য দেশ থেকেও করোনা ভ্যাকসিন আমদানি করবে বলে জানা গেছে । আপাতত সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিটিউক্যাল লিমিটেডের সাথে বাংলাদেশ সরকার চুক্তি হিসাবে ৩ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ আমদানি করবে ।