করোনা মোকাবিলায় গোবর মেখে দুধ স্নানে ভিড় গুজরাটে ! চিকিৎসক মহল থেকে সতর্কবার্তা
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনা মোকাবিলায় ‘গো-মাতা’র নাম উঠে এসেছে বারবার । গো-মুত্র কিম্বা গোবরের ব্যবহার হয়েছে যেমন, তেমনি সমালোচনা হয়েছে । এবার গোবর মেখে তারপর দুধ দিয়ে স্নান করার লাইন পড়েছে গুজরাটের আমেদাবাদে । কিন্তু চিকিৎসকদের মতে, গোবর কিম্বা গো-মুত্রে করোনা মুক্তির কোন বৈজ্ঞানিক যুক্তি নেই । বরং তারা জানাচ্ছেন, এর থেকে ছড়াতে পারে আরও অন্যান্য রোগ। তাই গোবর ও গোমূত্র ব্যবহার করতে না করছেন চিকিত্সকরা।
করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশে সুনামির আকার নিয়ে সব কিছু যেন তছনছ করে দিচ্ছে । অল্প বা বেশী বয়সী, কাউকে রেয়াত করছে না কোভিড ১৯ । এই অবস্থায় ভারতের গুজরাটসহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু রাজ্যে গোবর আর গো-মুত্রকে করোনার পথ্য হিসাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে । সেখানকার অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন, এতে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে করোনার সঙ্গে লড়তে সাহায্য করে। দেখা যাচ্ছে, অনেকেই সারা দিন গোয়ালে ঢুকে গোবর মেখে সময় কাটাচ্ছেন ।
হিন্দুধর্মে গরুকে পবিত্র মেনে ‘গো-মাতা’র মর্যাদা দেওয়া হয়েছে । গ্রামের দিকে এখনও গোবর দিয়ে উঠোন কিম্বা ঘর পরিষ্কার করতে দেখা যায় । অনেকেই বিশ্বাস করেন, এতে জীবাণুমুক্ত হয় । আর এই বিশ্বাস থেকেই কিছু মানুষ এবার করোনা চিকিত্সাতেও গোবর ও গোমূত্র ব্যবহার করছে। গৌতম মণিলাল বরিসা নামে এক ব্যক্তি, যিনি বিশ্বাস করেন করোনা চিকিত্সায় গোবর কাজে লাগে, তিনি দাবি করেছেন গত বছর করোনা থেকে সেরে উঠতে নাকি গোবর সাহায্য করেছে তাঁকে। গোটা দেশের চিকিৎসক মহলের একাংশ এই অভ্যাসের তীব্র বিরধিতা করেছেন ।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়শনের চিকিত্সক জে এ জয়ালাল বলছেন, গোবর ও গোমূত্র করোনার বিরুদ্ধে লড়তে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এমন কোনও প্রামাণ্য তথ্য নেই। এটা একটা বিশ্বাস মাত্র। বরং বেশ কিছু ঝুঁকি রয়েছে। পশুর শরীর থেকে মানুষের শরীরে অন্যান্য রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও চিকিত্সকরা সাবধান করছেন, অনেকেই গোবর ও গোমূত্র ব্যবহার করে নিজেকে নিরাপদ মনে করছেন এবং কোভিড বিধি মানছে না। ফলে আরও ঝুঁকি বাড়ছে। আর যেহেতু একসঙ্গে গোয়ালে মানুষ ভিড় করছে সেখানেও করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়।
তবে ঘটনা যাই হোক না কেন, কথায় আছে ‘বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর’ । গুজরাটের আমেদাবাদের একটি গোয়ালের মালিক মধুচরণ দাস জানিয়েছেন, এই বিশ্বাস থেকেই তাঁর গোয়ালে এসে মানুষ ভিড় করছেন। তারা গোবরের সঙ্গে গোমূত্র মিশিয়ে সারা শরীরে মেখে যোগাসন করছেন। বেশ কিছুক্ষণ পরে শরীরে ধুয়ে নিচ্ছেন দুধ অথবা বাটারমিল্ক দিয়ে।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…